ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অন্য আট-দশটি ম্যাচের মতোই খেলবে রূপগঞ্জ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৮
অন্য আট-দশটি ম্যাচের মতোই খেলবে রূপগঞ্জ মঞ্জুরুল ইসলাম-ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শিরোপা নির্ধারণী ম্যাচ তাই আবাহনীকে হারাতেই হবে এবং শিরোপা জিততেই হবে। এমন কোনো ভাবনা নয়। বরং অন্য আট-দশটি ম্যাচের মতো এটিও একটি ম্যাচ এবং এখানে দলের পরিকল্পনার সঠিক বাস্তবায়ন পূর্বক নিজেদের সেরা খেলাটি খেলতে হবে। এরপর জয় এলে ভাল। না এলে অসুবিধা নেই।

ঠিক এমন ভাবনা নিয়েই বৃহস্পতিবার (৫ এপ্রিল) ঢাকা প্রিমিয়ার লিগের অঘোষিত ফাইনালে লিজেন্ডস অব রূপগঞ্জ আবাহনীকে মোকাবেলা করবে বলে জানালেন দলের কোচ ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক পেসার মঞ্জুরুল ইসলাম।

মঞ্জুর বলেন, ‘শুরু থেকে আমরা যদি চিন্তা করি, আমরা চ্যাম্পিয়ন হবো, আমরা চ্যাম্পিয়ন হবো, এটা আমার মনে হয় একটু বোকামি হবে।

কালকের ম্যাচ যদি আমরা চিন্তা করি, একটা ম্যাচ। সকাল থেকে শুরু করে প্রথম সেশন, দ্বিতীয় সেশন। চ্যাম্পিয়নের জন্য চিন্তা না করে ম্যাচটার চিন্তা করি। তারপর তো পয়েন্ট টেবিল, রান রেট ঠিক করবে কে চ্যাম্পিয়ন। ’

বুধবার (৪ এপ্রিল) মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে দলের অনুশীলন শেষে তিনি একথা বলেন।

মঞ্জুর হয়তো কথাটি বলার জন্যই বলেছেন কিংবা রুঢ় বাস্তবতা জেনে নিজেদের অবস্থান ভিন্ন আঙ্গিকে ব্যক্ত করার চেষ্টা করছেন। শিরোপা জিততে কে না চায়? তাও আবার যেনতেন শিরোপা নয়, দেশের ঘরোয়া ক্রিকেটেরে সবচাইতে মর্যাদার ক্রিকেটের মুকুট।

হয়তো আরও একটি বড় বাস্তবতা এর পেছনে লুকিয়ে আছে বলেই। লিগের পয়েন্ট টেবিলের দুই নাম্বারে থাকা দলটিকে শিরোপা জিততে আবাহনীকে অনেক বড় ব্যবধানে হারাতে হবে এবং শেখ জামালকে খেলাঘরের বিপক্ষে হারতে হবে। তাহলেই কেবল তা সম্ভব।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ৪ এপ্রিল, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।