ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৭ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৮
ভারতের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয় ছবি: সংগৃহীত

হুইলচেয়ার ক্রিকেটে ভারতকে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে হারিয়ে সিরিজ নিজেদের করে নিল বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচ ১-১-এ সমতা থাকায় শেষ ম্যাচটি অলিখিত ফাইনালে পরিণত হয়েছিল। তবে সিরিজ নির্ধারণী ম্যাচে ৭ উইকেটে জিতে নেয় বাংলাদেশ। ২-১ ব্যবধানে সিরিজ জয় হয় লাল-সবুজদের।

ভারতের হুইলচেয়ার ক্রিকেট দলের দেয়া ১০২ রানের লক্ষ্যে অসাধারণ এক হাফ সেঞ্চুরি করেন মিঠু। পাশপাশি উজ্জ্বলের অপরাজিত ২৪ রানের ওপর ভর করে ৭ উইকেটের সহজ জয় পায় বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট দল।

এর আগে মুম্বাইয়ের গোরেগাঁও স্পোর্টস ক্লাব মাঠে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১০১ রান করে স্বাগতিক ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ১৩ রান আসে রমেশের ব্যাট থেকে। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন উজ্জ্বল। এছাড়া তিন উইকেট নেন রাজন।

আগামী শনিবার থেকে দিল্লিতে ভারত ও নেপালের সঙ্গে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, ০৫ এপ্রিল, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।