ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চতুর্থ রাউন্ড শেষে উত্তরাঞ্চলই শীর্ষে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৮
চতুর্থ রাউন্ড শেষে উত্তরাঞ্চলই শীর্ষে ম্যাচ সেরা হয়েছেন মার্শাল আইয়ুব-ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চতুর্থ রাউন্ডে বগুড়ায় মুখোমুখি হয়েছিল মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চল। তবে ম্যাচের চতুর্থ ও শেষ দিনে ড্র মেনে নিল দু’দল। তবে এ ম্যাচে ড্র করলেও ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে নাঈম ইসলামদের উত্তরাঞ্চল।

আগের দিন প্রথম ইনিংসে ২৮৭ রানের ৭ উইকেট হারানো উত্তরাঞ্চল এদিন মাত্র ১৩ রান যোগ করেই সবকটি উইকেট হারায়। ফলোঅনে পড়ে দ্বিতীয়বার করতে নেমে অবশ্য শুরুটা ভালো না হলেও হাল ধরেন ওপেনার মিজানুর রহমান ও নাজমুল হোসেন শান্ত।

মিজানুর ১৯১ বলে ৪টি চার ও একটি ছক্কায় বরাবর ১০০ করে অপরাজিত থাকেন। কিন্তু সেঞ্চুরি থেকে ১১ রান (৮৯) দূরে থাকতে শরিফের বলে বিদায় নেন শান্ত।

এর আগে সাদমান ইসলাম (১০৭) ও মার্শাল আইয়ুবের (১৩২) সেঞ্চুরির ওপর ভর করে প্রথম ইনিংসে ৫২৯ রানের বড় সংগ্রহ পেয়েছিল মধ্যাঞ্চল।

ম্যাচ সেরা হয়েছেন মার্শাল আইয়ুব। কিন্তু তার দল মধ্যাঞ্চল চতুর্থ রাউন্ড শেষে চার দলের মধ্যে সবার নিচে অবস্থান করছে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ১৩ এপ্রিল, ২০১৮
এমএমএস    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।