ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

৫ মে টাইগারদের প্রাথমিক দল ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫২ ঘণ্টা, মে ৩, ২০১৮
৫ মে টাইগারদের প্রাথমিক দল ঘোষণা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে আসছে ৫ মে টাইগারদের প্রাথমিক দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার (০৩ মে)  বিসিবি মিডিয়া লাউঞ্জে সংবাদ মাধ্যমকে এতথ্য দিলেন সংস্থাটির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

চলতি বছরের জুনে ভারতের দেনাদুনে সাকিবদের আফগানদের বিপক্ষে তিন থেকে চার ম্যাচ সিরিজের টি-টিয়োন্টি খেলার কথা রয়েছে।

তবে সংখ্যাটি আসলেই কত সিরিজের সূচি কী হবে সেটা এখনই নিশ্চিত করতে পারেননি বিসিবি এই উচ্চপদস্ত কর্মকর্তা। নিজাম উদ্দিন চৌধুরী সুজন-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমতিনি বলেন, 'সিরিজ নিয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের অপারেশন্স ম্যানেজার দেরাদুন গিয়েছেন। উনি ফিরলে আশা করি তিন দিনের ম‌ধ্যেই আমরা জানাতে পারবো। '

জুনে আফগান সিরিজ শেষে পরের মাসেই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে  লাল-সবুজের দল।

এর আগে আগামী ১৩ মে থেকে অনুশীলন ক্যাম্প শুরু করবে টাইগাররা।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ০৩ মে, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।