ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আইপিএলে সাকিবের নতুন রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, মে ৮, ২০১৮
আইপিএলে সাকিবের নতুন রেকর্ড ছবি: সংগৃহীত

তাকে বলা যায় বাংলাদেশের ক্রিকেটে রেকর্ডের বরপুত্র। বিশ্বের সেরা অলরাউন্ডার আরও একটি নতুন রেকর্ড গড়েছেন। আইপিএলে প্রথম বাঁহাতি বিদেশি স্পিনার হিসেবে ৪০০টি ডট বল (বলের বিপরীতে কোনো রান না দেয়া) দেয়া প্রথম বোলার এখন সাকিব।

সাকিবের আইপিএল যাত্রা শুরু হয়েছিল কলকাতা নাইট রাইডার্সের হয়ে। দীর্ঘ সাত বছর সেখানে ব্যাট-বলে দারুণ সক্ষমতা দেখানোর পর চলতি আসরে তাকে কিনে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ।

নতুন দলে প্রতি ম্যাচেই মাঠে নামার সুযোগ পেয়েছেন তিনি। দলও সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছে গত ম্যাচেই।

সোমবার (৭ মে) রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে ব্যাট-বলে দারুণ পারফরম্যান্স করেন সাকিব। ব্যাট হাতে ৩৫ রান আর বল হাতে ৩৬ রানে ২ উইকেট নিয়ে দলের জয়ে রাখেন অসাধারণ ভূমিকা। বল হাতে দুই উইকেট নেয়ার পাশাপাশি ৭টি ডট দিয়েছেন তিনি। ৭ম ডট দিয়েই আইপিএলে ৪০০ ডটের রেকর্ড গড়েছেন তিনি।

ক্যারিয়ারে বল হাতেই বেশি উজ্জ্বল সাকিব। রান খরচের দিক দিয়েও তার তুলনা মেলা ভার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার ইকোনমি রেট ৬.৭৮, বিভিন্ন দেশের ঘরোয়া টি-টোয়েন্টিতে ইকোনমি রেট ৬.৭৯।

বাংলাদশে সময়ঃ ১৬০০ ঘণ্টা, ০৮ মে, ২০১৮
এমএইচএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।