ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রোজায় সমস্যা নেই আফগান কোচের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, জুন ২, ২০১৮
রোজায় সমস্যা নেই আফগান কোচের আফগানিস্তান ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্বে আছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ফিল সিমন্স। তিনি কোচ থাকা সময়েই ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার অধীনে আফগানিস্তানের প্রথম টেস্টের প্রস্তুতিটাও হচ্ছে বেশ। তবে রমজান মাস চলায় ক্রিকেটাররা কিছুটা ক্লান্ত হয়ে পড়েন। কিন্তু এই পবিত্র রমজান মাসে ৫ দিনের টেস্ট খেলা নিয়ে মোটেই চিন্তিত নন কোচ।

সিমন্সের মতে, আফগানিস্তান দলে বেশ ফিট ক্রিকেটাররা খেলছেন। এই দল দুবার আইসিসির ইন্টার-কন্টিনেন্টাল কাপ (চার দিনের ম্যাচ) জিতেছে।

তাই নিজের দলের সদস্যদের ওপর পুরোপুরি ভরসা আছে কোচের। এমনকি রোজা রেখে অনুশীলন ও খেলা চালিয়ে যাওয়াতেও সমস্যা দেখেন না কোচ। উল্টো মুসলিমদের এই প্রার্থনার প্রতি সম্মান জানিয়েছেন তিনি।

সিমন্স বলেন, ‘আমি গেল বছর থেকে তাদের সঙ্গে আছি। আমিও একাধিকবার তাদের সঙ্গে রোজা রাখার চেষ্টা করেছি তাই আমি জানি তাদের জন্য এটা কতটা কষ্টের। এটাই তাদের ধর্মীয় সংস্কৃতি, এটা তারা অনেককাল থেকেই পালন করে আসছে। এটাই প্রথমবার নয়, এর আগেও তারা রোজা অবস্থায় খেলেছে। আমি তাদের পছন্দ এবং সিদ্ধান্তে সম্মান জানাই। ’

রমজান কোনো সমস্যা না হলেও সিমন্সের মতে, পাঁচ দিন ভারতের মতো দলের বিপক্ষে টিকে থাকার মানসিকতাই আসল। বলেন, ‘প্রথম টেস্টের পরই তারা এই খেলার উচ্চতা ও গুরুত্ব বুঝতে পারবে। তারা শিখতে পারবে কিভাবে মাঠে টিকে থাকতে হবে। মানসিকতা দৃঢ় করতে হবে। ’

৩,৫ ও ৭ জুন বাংলাদেশের বিপক্ষে ভারতের দেরাদুনে তিন ম্যাচের টি-টিয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। এরপর ১৪-১৮ জুন ভারতের বিপক্ষে সাদা পোশাকের অভিষেক টেস্ট খেলবে যুদ্ধ বিদ্ধস্ত এই দেশটি।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জুন ০২, ২০১৮

এমকেএম/এমএমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।