ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘অনেক কিছু পাওয়ার ছিল, আমরা পেয়েছিও’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, জুন ১০, ২০১৮
‘অনেক কিছু পাওয়ার ছিল, আমরা পেয়েছিও’ বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

ঢাকা: ২১ বছর পর আবারও মালয়েশিয়ায় উড়েছিলো বাংলাদেশের লাল-সবুজপতাকা। সেদিন আইসিসি ট্রফি (১৯৯৭ সালে) জিতে বাংলাদেশ এগিয়ে গিয়েছিলো ক্রিকেটের নতুন স্বপ্নের দিকে।আর রোববার (১০ জুন) আরও একবার সেই মালয়েশিয়াতেই বাংলাদেশকে গর্বিত করলেন নারী ক্রিকেটাররা।

আগের ছয়বারের চ্যাম্পিয়ন ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো নারী এশিয়া কাপের শিরোপা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।  আকরাম, পাইলট,রফিকদের সেই উঁচিয়ে ধরা পতাকা নারী ক্রিকেটাররা নিয়ে গেলেন অনন্য উচ্চতায়।

এর আগে একাধিকবার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এশিয়া কাপের ফাইনাল খেলেও যা পারেনি, তাই করে দেখিয়েছে নারীরা।  এটি আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টের প্রথম শিরোপা জয় বাংলাদেশের।  সেটাও মেয়েদের হাত ধরে।  তাইতো পুরস্কার বিতরণী মঞ্চে আবেগে আপ্লুত হয়ে পড়েন অধিনায়ক সালমা খাতুন।

ছলছল চোখে কাঁপা কাঁপা কণ্ঠে অধিনায়ক বলেন, ‘আসলে আমাদের দারুণ খুশি লাগছে। আমরা প্রথমবারের মতো এশিয়া কাপের শিরোপা জিতেছি।  বলে বোঝাতে পারবো না আজকের দিনটা আমাদের জন্য কত বড় পাওয়া ছিল।  আজকের ম্যাচ জিততে আমরা আত্মবিশ্বাসী ছিলাম।  ফাইনাল ম্যাচ, আমাদের টার্গেট ছিল ভালো কিছু করবো।  আমাদের হারানোর কিছু ছিল না, ওদের হারানোর অনেক কিছু ছিল। আমাদের পাওয়ার অনেক কিছু ছিল, আমরা সেটা পেয়েছি’।

তবে এত বড় অর্জনের শুরুটা ভালো হয়নি সালমাদের।  টুর্নামেন্টের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৬৩ রানে অলআউট হয়ে ম্যাচ হারে টাইগ্রেসরা।  এরপর আর বাংলাদেশকে থামাতে পারেনি কোনো দল।  একে একে পাকিস্তান, ভারত, থাইল্যান্ড ও মালয়েশিয়াকে হারিয়ে ফাইনালে ওঠে লাল-সবুজের পতাকা প্রতিনিধিত্বকারীরা।

তবে প্রবাসী বাংলাদেশিদের ধন্যবাদ দিতে ভুল করেননি অধিনায়ক।  বলেন, ‘সাপোর্টাররা এলে অনেক ভালো লাগে।  আমাদের বাংলাদেশের সাপোর্টার অনেক ছিল।  ধন্যবাদ আপনাদের’।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জুন ১০, ২০১৮

এমকেএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।