ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাবেক ভারতীয় পেসার আরপি সিংয়ের অবসর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৮
সাবেক ভারতীয় পেসার আরপি সিংয়ের অবসর আরপি সিং-ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অভিষেকের ঠিক ১৩ বছর পর সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ভারতের সাবেক ফাস্ট বোলার আরপি সিং। ২০০৫ সাল থেকে ২০১১ পর্যন্ত ভারতের হয়ে তিন ফরম্যাটের ক্রিকেটে ৮২টি ম্যাচ খেলেছেন এই বাঁহাতি।

অবসর প্রসঙ্গে ৩২ বছর বয়সী এ তারকা বলেন, ‘আজ আমি আমার বুট জোড়া তুলে রাখছি। আমার এই পথচলায় যারা আমাকে সমর্থন দিয়েছেন সবার প্রতি আমি কৃতজ্ঞ।

২০০৬ সালে ফয়সালাবাদে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেকেই ম্যাচ সেরা হয়েছিলেন আরপি সিং। পরের বছর লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে এক ইনিংসে পাঁচ উইকেট নিয়ে অনার্স বোর্ডে নাম লেখান। আর ২০০৮ সালে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের জয়ে অনন্য অবদান ছিল তার।

২০০৭ সালে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন আরপি সিং। তিন ফরম্যাটে তার মোট উইকেট সংখ্যা ১২৪টি।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, ০৫ সেপ্টেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।