ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আগ্রাসী শতকে সৌম্য'র 'প্রত্যাবর্তন'

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
আগ্রাসী শতকে সৌম্য'র 'প্রত্যাবর্তন' আগ্রাসী সেঞ্চুরি তুলে নিয়েছেন সৌম্য

ঢাকা: ইনিয়ে বিনিয়ে বা খোঁচাখুঁচি করে নয়। ২০১৫ সালে সফরকারী পাকিস্তানের বিপক্ষে সৌম্য সরকার ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরিটি করেছিলেন ৯৭ বলে। প্রায় ৪ বছর পরে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিটিও আগ্রাসী ব্যাটেই করলেন। তবে এবার যেন আরও বেশি আগ্রাসী এই টাইগার টপ অর্ডার ব্যাটসম্যান। সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ব্যাটিং তাণ্ডব চালিয়ে ৮১ বলেই তুলে নিলেন শতক।

দারুন এই ইনিংসে চারের মার ছিল ৯টি এবং ৬ এর মার ৪টি। স্ট্রাইক রেট ১২৪.০৫।

আর এই সেঞ্চুরিতে দলে নিজের অপরিহার্যতার বার্তাটিও তিনি বেশ নিপুণ হাতেই দিলেন।

এর আগে শুক্রবার (২৬ অক্টোবর) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ের দেয়া ২৮৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দলীয় ১ রানে লিটন দাস জারভিসের বলে ০ রানে ফিরলেও আক্রমনাত্বক ব্যাটিং তত্ত্ব থেকে বেরিয়ে আসেনি স্বাগতিক বাংলাদেশ।
 
দ্বিতীয় উইকেটে দারুণ দাপুটে ব্যাটে দলকে জয়ের বন্দরে নোঙার করাতে ক্রিজের অপর প্রান্তে তাকে সঙ্গ দিয়ে যাচ্ছেন ইমরুল কায়েস।
 
ম্যাচের শুরুতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেট খরচায় সফরকারীরা ২৮৬ রান সংগ্রহ করে।
 
বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
এইচএল/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।