ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পঞ্চম ভারতীয় হিসেবে আইসিসির হল অব ফেমে দ্রাবিড়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৮
পঞ্চম ভারতীয় হিসেবে আইসিসির হল অব ফেমে দ্রাবিড় রাহুল দ্রাবিড়। ছবি: সংগৃহীত

গেল জুলাই মাসেই জানানো হয়। তবে আনুষ্ঠানিকতা পূরণ করা হলো বৃহস্পতিবার (০১ অক্টোবর)। পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে আইসিসির হল অব ফেমে জায়গা পেলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার ‘দ্য ওয়াল’ খ্যাত রাহুল দ্রাবিড়।

ভারতের হয়ে ১৬৪টি টেস্ট খেলেন দ্রাবিড়। এই ফরম্যাটে নিজ দেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ এবং সবমিলিয়ে পঞ্চম সর্বোচ্চ ৩৬টি সেঞ্চুরির মালিক তিনি।

তার নামের পাশে আছে ১৩,২৮৮ রান। এছাড়া ৩৪৪ ম্যাচ ওয়ানডেতে ১২ সেঞ্চুরির সাহায্যে করেন ১০,৮৮৯ রান।

আইসিসির হল অব ফেমে অন্তর্ভুক্তির পর নিজের অনুভূতি জানিয়ে দ্রাবিড় বলেন, ‘এটা আমার জন্য অনেক সম্মান ও গর্বের। প্রজন্মের সেরাদের তালিকায় নিজের নাম দেখতে পারাটা অনেকটা স্বপ্নপূরণ হওয়ার মতো। একজন ক্রিকেটারের পুরো খেলোয়াড়ি জীবনের সেরা প্রাপ্তিগুলোর মধ্যে অন্যতম এটি। ’

দ্রাবিড়ের আগে ভারতের হয়ে সম্মানজনক এই স্বীকৃতি পান বিষান সিং বেদি, কপিল দেব, সুনিল গাভাস্কর ও অনিল কুম্বলে।

গেলো ২ জুলাই অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক কিংবদন্তি রিকি পন্টিংয়ের সঙ্গে আইসিসির হল অব ফেমের জন্য ঘোষণা করা হয় দ্রাবিড়ের নাম। অস্ট্রেলিয়ার ২৫তম ক্রিকেটার হিসেবে এ তালিকায় নাম লেখান পন্টিং।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।