পঞ্চম উইকেট জুটিতে মনিশ পান্ডেকে সঙ্গে নিয়ে দৈন্য দশা কাটিয়ে ১৩ বল বাকি থাকতেই দলকে জয়ের জয় উপহার দেন উইকেটরক্ষক ব্যাটসম্যান দিনেশ কার্তিক। শেষ পর্যন্ত ৫ উইকেটের জয়ে মাঠ ছাড়ে ভারত।
দিনেশ কার্তিক অপরাজিত ছিলেন ৩১ রানে। ৩৪ বল খেলে ৩ চার ও ১ ছয়ে তিনি এ সংগ্রহ পেয়েছেন।
ক্যারিবীয়ানদের হয়ে বল করতে এসে অধিনায়ক রোহিত শর্মাকে ৬ রানে রামদিনের তালুবন্দী হতে বাধ্য করেন ওশানে থমাস। শিখর ধাওয়ানকেও ব্যক্তিগত ৩ রানে এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন ২১ বছর বয়সী এ ডানহাতি পেসার। রিশাভ পান্তকে ১ রানে ক্রিজ ছাড়া করেছেন কার্লোস ব্র্যাথওয়েট। তিনে নামা লোকেশ রাহুলকেও ১৬ রানে ড্রেসিংরুমের পথ দেখিয়েছেন তিনি। আর মিডল অর্ডার মানিষ পান্ডেকে ১৯ রানে কট অ্যান্ড বোল্ড করেছেন খ্যারি পিয়েরে।
এরআগে রোববার (০৪ নভেম্বর) ইডেন গার্ডেন্সে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভারতের বোলিং বিষে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১০৯ রানের মামুলি সংগ্রহ পায় সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে টেলএন্ডার ফ্যাবিয়ান এলেন খেলেছেন সর্বোচ্চ ২৭ রানের ইনিংস।
ওপেনার শেই হোপ ১৪, দিনেশ রামদিন ২, শিমরন হ্যাটমেয়ার ১০, কাইরন পোলার্ড ১৪, ড্যারেন ব্র্যাভো ৫, রভম্যান পাওয়েল ৪ ও অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট করেছেন ৪ রান। কিমোপল ১৫ ও খ্যারি পিয়েরে ৯ রানে অপরাজিত থেকেছেন।
ভারতের হয়ে বলহাতে কুলদীপ যাদব ৩টি, হার্দিক পান্ডিয়া, জসপ্রিত বুমরাহ, খলিল আহমেদ ও উমেশ যাদব ১টি করে উইকেট নিয়েছেন।
৬ নভেম্বর লক্ষ্ণৌ এ অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি।
এর আগে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ ৩-১ ব্যববধানে (এক ম্যাচ ড্র) জিতেছে স্বাগতিক ভারত।
বাংলাদেশ সময়: ০০১৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৮
এইচএল/এসএইচ