ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সাদা পোশাকে তাইজুলের প্রথম ১০ উইকেট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৮
সাদা পোশাকে তাইজুলের প্রথম ১০ উইকেট তাইজুল ইসলাম। ছবি:সংগৃহীত

দল বাংলাদেশ নেই ভালো অবস্থানে কিন্তু স্পিনার তাইজুল ইসলাম একাই আলো ছড়িয়ে যাচ্ছেন। ক্যারিয়ারে প্রথমবারের মতো টেস্টে ১০ উইকেটও তুলে নিলেন। এর আগে এক ইনিংসে সর্বোচ্চ ৮ উইকেট ও ম্যাচে ৯ উইকেট নিলেও, এবারই প্রথমবার তার ঝুলিতে এলো ১০ উইকেট।

জিম্বাবুয়ের বিপক্ষে চলতি সিলেট টেস্টের প্রথম ইনিংসে তাইজুল তুলে নেন ৬ উইকেট। সোমবার (৫ নভেম্বর) ম্যাচের তৃতীয় দিন সকাল থেকেই উইকেট তুলে নিতে শুরু করেন তাইজুল।

 

একে একে তুলে নেন ব্রেন্ডন টেলর (২৪), সেন উইলিয়ামস (২০), সিকান্দার রাজা (২৫) ও পিটার মুরকে (০)। পূর্ণ করেন ১০ উইকেট।

এর আগে বাংলাদেশের হয়ে এনামুল হক জুনিয়র (২০০৫), সাকিব আল হাসান (২০১৪ ও ২০১৭) এবং মেহেদি হাসান মিরাজ (২০১৬) টেস্ট ম্যাচে ১০ উইকেট পান।

তাইজুল ছাড়াও দ্বিতীয় ইনিংসে ২ উইকেট তুলে নেন মেহেদি হাসান মিরাজ। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের থেকে ২৭৮ রানে এগিয়ে আছে সফরকারী জিম্বাবুয়ে। হারিয়েছে ৬ উইকেট।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।