ওয়েস্ট ইন্ডিজে চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যায় এই ঘটনা। রোববার (১১ নভেম্বর) গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান।
হাফ সেঞ্চুরি করেন বিসমাহ মারুফ ও নিদা দার। কিন্তু এই রানের পরও ম্যাচে তেমন কোনো প্রতিদ্বন্দিতাই করতে পারেনি পাকিস্তান। পুরোটাই তাদের ভুলে। আর তাদের ভুলের সুবিধা পেয়ে ভারতের নারী দল ১৯ ওভারে ৩ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায়।
আসল ঘটনা ঘটে পাকিস্তানের ব্যাটিং ইনিংসে। পাকিস্তানি ব্যাটসম্যানদের আম্পায়াররা সতর্ক করার পরও রান নেওয়ার সময় পিচ মারিয়ে যান দুবার। আর তাতেই জরিমানার খড়গে পড়ে দলটিকে। প্রতিবার পিচ মারানোর জন্য ৫ রান করে জরিমানা করা হয় দলটিকে। আর সেই রান যোগ হয় ভারতের স্কোর বোর্ডে।
ইনিংসের ১৩তম ওভারে বিসমাহ মারুফ ও নিদা দার জুটিকে সতর্ক করার পরও ১৮তম ওভারে আবারও পিচের উপর দিয়ে রান নেন তারা। শুধু রান জরিমানাতেই শেষ হচ্ছে না এই দুই ব্যাটসম্যানের শাস্তি। ম্যাচ রেফারি আরও বড় শাস্তি শোনাবেন তাদের।
বাংলাদেশ সময়: ২৩৩৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
এমকেএম