গ্রুপ ‘এ’-এর নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৭ উইকেটের ব্যবধানে হারে বাংলাদেশ নারী দল। ৩৯ বল হাতে রেখেই এই জয় পায় ইংলিশ নারী দল।
মঙ্গলবার (১৩ নভেম্বর) ড্যারেন স্যামি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। কিন্তু শুরুতেই সমস্যায় পড়ে লাল-সবুজের জার্সিধারীরা। দলীয় ২ রানেই ওপেনার শারমিন সুলতানা (০) ফেরেন। দলীয় মাত্র এক রান যোগ হতেই ফেরেন ফারজানা হকও (০)। একা হাতে লড়ে যান আরেক ওপেনার আয়শা রহমান। ৪ জন ক্রিকেটার শূন্য রানে ফিরে গেলে বাংলাদেশের স্কোর এক সময় দাঁড়ায় ৫৩ রানে ৬ উইকেট।
সেখান থেকে জাহানারা আলমের ৭ বলে ১২ রানের এক ঝটিকা ইনিংসে দলীয় সংগ্রহ নির্ধারীত ২০ ওভারে দাঁড়ায় ৯ উইকেট হারিয়ে ৭৬ রান।
ইংল্যান্ডের হয়ে একাই ৩ উইকেট নেন ক্রিস্টি গরডোন। এছাড়া একটি করে উইকেট নেন নাটালি স্কিভার, আনয়া স্রুবসোল, লিনসে স্মিথ ও সোফি একলেকটন।
সহজ এই লক্ষ্যে খেলতে নেমে ইংল্যান্ডের শুরুটিও ভালো হয়নি। দলীয় রানের খাতা না খুলতেই ফেরেন ওপেনার ড্যানিল ওয়েট। ১৩ রানে ও ৫১ রানে আরও দুটি উইকেট হারিয়ে ফেললেও জয়ে পৌঁছাতে বেগ পেতে হয়নি ইংলিশদের। তবে মাঝে বৃষ্টি বাধা আসায় ৬৪ রানেই ম্যাচ থেমে যায়। তবে বাংলাদেশের থেকে এগিয়ে থাকায় ডাক ওয়াথ ও লুইস পদ্ধতিতে ৭ উইকেটের জয় পায় ইংল্যান্ড।
বাংলাদেশের হয়ে ২টি উইকেট নেন সালমা খাতুন। এক উইকেট নেন খাদিজা তুল কুবরা।
বাংলাদেশ সময়: ০৫৩৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮
এমকেএম