ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফলোঅন করাবে বাংলাদেশ?

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
ফলোঅন করাবে বাংলাদেশ? সংবাদ সম্মেলনে কথা বলছেন তাইজুল ইসলাম-ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার চলমান শেষ টেস্ট ম্যাচটিতে তৃতীয় দিন শেষে দর্শকদের মনে একটাই প্রশ্ন উঁকি দিচ্ছে, চতুর্থ দিন সকালে কারা ব্যাটিংয়ে নামবে? যেহেতু জিম্বাবুয়ে ৩০৪ রানে অলআউট হয়ে এখনও বাংলাদেশের চেয়ে ২১৮ রানে পিছিয়ে সেহেতু স্বাগতিকরা ফলোঅন করালে এদিন তাদেরই ব্যাটে নামার কথা। নয়তো ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ।

তবে সর্বশেষ খবর হলো, এই প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করতে হবে বুধবার (১৪ নভেম্বর) ম্যাচ শুরুর সময় পর্যন্ত। কেননা সিদ্ধান্ত জানা যায়নি।


 
এদিকে মঙ্গলবার (১৩ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তৃতীয় দিন শেষে সংবাদমাধ্যমের সামনে আসা তাইজুল ইসলাম কৌশলত কারণেই হয়তো তা জানালেন না। ‘কী সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট, আমরা এখনও জানি না। ’
 
ক্রিকেটীয় কানুন অনুসরণ করলে চতুর্থ দিন সকালে ম্যাচ অফিসিয়ালদের সিদ্ধান্তটি জানালেই হল। তাই আপাতত ধরেই নেয়া যাচ্ছে সেই কৌশলই অবলম্বন করছে স্বাগতিক শিবির। যাতে করে আগে থেকে প্রতিপক্ষ শিবির কোনো পরিকল্পনা নিতে না পারে।
 
উল্লেখ্য, সিরিজের দ্বিতীয় ও টেস্টে মুশফিক-মুমিনুলের মুগ্ধতা ছড়ানো ব্যাটিংয়ে ৭ উইকেটে ৫২২ রান নিয়ে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। জবাবে জিম্বাবুয়ের প্রথম ইনিংস থামে ৩০৪ রানে। চোটের কারণে ব্যাটিংয়ে নামতে পারেননি জিম্বাবুয়ের শেষ ব্যাটসম্যান টেন্ডাই চাতারা।
 
বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮
এইচএল/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।