সেন্ট লুসিয়ায় বুধবার (১৪ নভেম্বর) দিনগত রাতে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠান অধিনায়ক সালমা খাতুন।
ব্যাটিংয়ে নেমে শাসিকলা শ্রীবর্ধনের ৩১ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে সাত উইকেট হারিয়ে ৯৭ রান করে শ্রীলঙ্কা।
বাংলাদেশি বোলারদের মধ্যে তিনটি উইকেট পান জাহানারা আলম। এছাড়া একটি করে উইকেট পান খাদিজাতুল কুবরা, রুমানা আহমেদ ও ফাহিমা খাতুন।
৯৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে কেউই ভালো করতে পারেননি। সর্বোচ্চ ২০ রান করেন নিগার সুলতানা। এছাড়া সমান ১১ রান করে আসে আয়েশা রহমান ও রিতু মনির ব্যাট থেকে। শেষ পর্যন্ত ৭২ রানে থামে তাদের ইনিংস।
শ্রীলঙ্কান বোলারদের মধ্যে জয়ঘনি তিনটি উইকেট পান। আর ব্যাটিংয়ে ভালো করা শ্রীবর্ধন বোলিংয়ে দুই উইকেট নিয়ে ম্যাচ সেরা হন।
আগামী ১৮ নভেম্বর গ্রুপে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখী হবেন সালমারা।
বাংলাদেশ সময়: ০৭২৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৮
এমএমএস/আরআইএস/