অবসর নেওয়া এই চারজন হলেন ক্লার শিলিংটন, সিয়ারা মেটক্যালফ এবং যজম বোন ইসোবেল জয়েস ও সেসেলিয়া জয়েস।
এই চার নারী ক্রিকেটারই গত প্রায় দুই দশক ধরে আইরিশ জাতীয় দলকে সার্ভিস দিয়ে এসেছেন।
চলতি বছরের মে মাসেই শিলিংটন ও মেটক্যালফ জানিয়েছিলেন এটিই হবে তাদের শেষ টুর্নামেন্ট। তাই ম্যাচ শুরুর আগে দু’দলের ক্রিকেটাররা শিলিংটন ও মেটক্যালফকে গার্ড অব অনার প্রদর্শন করেন। জয়েস বোনরা অবশ্য ম্যাচ শেষে অবসরের ঘোষণা দেন।
১৯৯৯ সালে অভিষেক হওয়া অলরাউন্ডার ইসোবেল জাতীয় দলের হয়ে ৭৯টি ওয়ানডে ও ৫৫টি টি-টোয়েন্টি খেলেছেন। যেখানে ওপেনিং ব্যাটসম্যান সেসেলিয়া দুই বছর পর অভিষেক হয়ে ৫৭টি ওয়ানডে ও ৪৩টি টি-টোয়েন্টিতে মাঠে নেমেছেন। ইসোবেল জাতীয় দলের ৬২টি ম্যাচে নেতৃত্বও দিয়েছেন।
এ বছরের শুরুতে আইরিশদের পুরুষ দল থেকে অবসরে গিয়েছিলেন জয়েস বোনদের ভাই এড জয়েস। তিনি আবার আয়ারল্যান্ডের পাশাপাশি ইংল্যান্ড জাতীয় দলের জার্সিও গায়ে চাপিয়েছিলেন। জয়েস পরিবারের পাঁচ ভাই-বোন আইরিশ ক্রিকেটে নিজেদের নাম লিখিয়েছেন। ২০০৬ থেকে ২০০৭ পর্যন্ত ৩টি ওয়ানডে খেলেছেন ডম ও গাস ২০০০ সালে একটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ১৮ নভেম্বর, ২০১৮
এমএমএস