ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

স্পিনারদের হাত ধরে ইতিহাসে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৮
স্পিনারদের হাত ধরে ইতিহাসে বাংলাদেশ ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্রথমবারের মতো ইনিংস ব্যবধানে জয়। প্রথমবারের মতো উইন্ডিজদের দুইবার সাদা পোশাকে হোয়াইটওয়াশ করার গৌরব। এসব ছাড়িয়ে রেকর্ড বই বলছে, দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রতিপক্ষের ৪০টি উইকেটই স্পিনাররা তুলে নেওয়ার রেকর্ডের একমাত্র মালিক এখন টাইগাররা।

সিরিজের প্রথম টেস্টে চট্টগ্রামে উইন্ডিজদের বিপক্ষে একমাত্র পেসার হিসেবে মোস্তাফিজুর রহমান সুযোগ পান মাত্র ৪ ওভার বল করার। কিন্তু সেখানে পাননি কোনো উইকেট।

স্পিন বান্ধব সেই পিচে তাইজুল ইসলাম একাই তুলে নেন ৭ উইকেট।

ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সে টেস্টে অভিষেক হওয়া নাঈম ইসলাম প্রথম ইনিংসে পান রেকর্ড ৫ উইকেট। তবে দ্বিতীয় ইনিংসে কোনো উইকেটের দেখা পানিনি। অধিনায়ক সাকিব আল হাসান তুলে নেন মোট ৫ উইকেট। আরেক স্পিনার মেজেদি হাসান মিরাজ পান ৩ উইকেট।

ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

সিরিজের দ্বিতীয় ম্যাচে মিরাজ একাই ১১৭ রানের বিনিময়ে তুলে নেন ১২ উইকেট। যা তার ক্যারিয়ার সেরা অর্জন। সাকিব নেন ৪ উইকেট। উইন্দিজদের প্রথম ইনিংসে কোনো উইকেট না পেলেও দ্বিতীয় ইনিংসে তাইজুল পান ৩ উইকেট ও নাঈম পান একটি উইকেট।

ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্রথমবারের মতো বাংলাদেশ পায় ইনিংস ব্যবধানে জয়। রোববার (০২ ডিসেম্বর) মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ দল উন্ডিজদের বিপক্ষে এক ইনিংস ও ১৮৪ রানের ঐতিহাসিক জয় পেয়েছে।  
 
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।