ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আবারও লজ্জার রেকর্ড গড়ল ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
আবারও লজ্জার রেকর্ড গড়ল ওয়েস্ট ইন্ডিজ শেষ টি-টোয়েন্টিতে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ/ছবি: সংগৃহীত

ঢাকা: তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়েছে বর্তমান টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।

রোববার (১০ মার্চ) দিনগত রাতে শেষ টি-টোয়েন্টিতে ক্যারিবীয়দের ৮ উইকেটে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছে ইংলিশরা।  

এ ম্যাচে ৭১ রানে অল আউট হয়ে টি-টোয়েন্টিতে সর্বনিম্ন দলীয় সংগ্রহের তালিকায় ১৪ নম্বরে জায়গা করে নিল ওয়েস্ট ইন্ডিজ।

৭২ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ২৮ রানে ওপেনার অ্যালেক্স হেলসের উইকেট হারায় ইংল্যান্ড। এরপর ব্যক্তিগত ৩১ রানে বিদায় নেন আরেক ওপেনার জনি বেয়ারস্টো। স্কোর বোর্ডে রান তখন ৬০। এরপর এউইন মরগান ও জো রুট দলকে জয়ের বন্দরে পৌঁছে মাঠ ছাড়েন।

এর আগে ওয়ার্নার পার্ক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ইংলিশ বোলার ডেভিড উইলির বোলিং তোপের মুখে পড়ে স্বাগতিকরা। ২৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। সেই চাপ আর সামাল দিতে পারেনি ক্যারিবীয়রা। ইংল্যান্ডের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৫৬ রানে ৮ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েন তারা। শেষ পর্যন্ত ৭১ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। সর্বনিম্ন দলীয় সংগ্রহে যৌথভাবে ১৪তম অবস্থানে রয়েছে কারিবীয়দের এ ইনিংসটি। ম্যাচে ইংল্যান্ডের উইলি ৭ রানে ৪ উইকেট নেন। এছাড়া মার্ক উড নেন ৩ উইকেট।

আজকের ম্যাচ শেষে ইংল্যান্ডের ডেভিড উইলি ম্যাচ সেরা ও ক্রিস জর্ডান সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ০৫৩১ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
আরএআর/এসএ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।