ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ আবারও সফর করবে, আশা নিউজিল্যান্ড মন্ত্রীর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
বাংলাদেশ আবারও সফর করবে, আশা নিউজিল্যান্ড মন্ত্রীর নিউজিল্যান্ড সফর অসমাপ্ত রেখেই দেশে ফিরে আসে বাংলাদেশ ক্রিকেট দল-ছবি: বাংলানিউজ

গত ১৫ মার্চ ক্রাইস্টচার্চের দুই মসজিদে সন্ত্রাসী হামলার জেরে সফর অসমাপ্ত রেখেই দেশে ফিরে আসে বাংলাদেশ ক্রিকেট দল। গেই ঘটনায় বিব্রতকর অবস্থায় পড়েছে কিউইরা। তবে অদূর ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট দল ও সমর্থকরা ফের নিউজিল্যান্ড সফরে যাবে, এমনটাই আশা প্রকাশ করলেন দেশটির ক্রীড়া মন্ত্রী গ্র্যান্ট রবার্টসন।

গত বৃহস্পতিবার (২১ মার্চ) অকল্যান্ডে ‘নিউজিল্যান্ড ক্রিকেট অ্যাওয়ার্ডস ইভিনিং’ অনুষ্ঠানে রবার্টসন জানান, বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে তিনি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি বাংলাদেশ ক্রিকেট দল নিরাপদে দেশে ফেরায় স্বস্তি প্রকাশ করেছেন।

রবার্টসন তার চিঠিতে লিখেছেন, ‘কোনো ব্যক্তির হিংসা আর ঘৃণায় নিউজিল্যান্ড ও বাংলাদেশ ক্রিকেট দল এবং আমাদের দুই দেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধার সম্পর্ক ধ্বংস হতে দেওয়া যাবে না। '

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশ দল ও সমর্থকরা ফের নিউজিল্যান্ড সফরে আসবেন এবং নিরাপদ বোধ করবেন। । আমি মনে করি তারা এটাই জানে যে আমরা তাদের দু হাত বাড়িয়ে বরণ করে নেওয়া হবে। '

গত শুক্রবার ক্রাইস্টচার্চের মসজিদ আল নূরে নামাজ আদায় করতে যাচ্ছিলেন তামিম-মুশফিকরা। কিন্তু তারা পৌঁছানোর কিছুক্ষণ আগেই সেখানে এক বন্দুকধারী হামলা চালিয়ে ৪৯ জন নামাজরত মুসল্লিকে হত্যা করে। আহত হন বহু মুসল্লি। অল্পের জন্য বেঁচে যান বাংলাদেশের ক্রিকেটাররা। এরপর সফরের শেষ টেস্ট বাতিল করে তড়িঘড়ি করে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।  

এদিকে অনুষ্ঠানে নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হওয়া কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন বলেন, ‘একমাস জুড়ে একটা প্রতিযোগিতামূলক সিরিজ হচ্ছিল এবং এটা যেভাবে শেষ হলো তাতে ক্রিকেট এখানে একেবারেই তুচ্ছ। '

‘আমাদের প্রতিযোগী দল (বাংলাদেশ), যাদের সঙ্গে আমরা পার্কে সময় কাটিয়েছি তারা সবটাই (হামলার ঘটনা) প্রত্যক্ষ করেছে এবং যেখানে সবাই স্বাভাবিক বোধ কথা সেখানে তারা হুমকি অনুভব করেছে। যেভাবে শেষ হলো, এটা অত্যন্ত লজ্জার এবং আমি জানি ছেলেরা হতভম্ব হয়ে গেছে। '

অনুষ্ঠানে ক্রাইস্টচার্চ হামলায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।  

বাংলাদেশের পরবর্তী নিউজিল্যান্ড সফর প্রায় দেড় বছর পর। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ২০২০ সালের অক্টোবরে মাঠে গড়াবে ওই সিরিজ।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।