ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিসিবির অফিসে আগুন, আধঘণ্টা পর নিয়ন্ত্রণে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, মে ৩০, ২০১৯
বিসিবির অফিসে আগুন, আধঘণ্টা পর নিয়ন্ত্রণে বিসিবির অফিসে আগুন, আধঘণ্টা পর নিয়ন্ত্রণে

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (মে ৩০) বিকেল ৪টার দিকে মিরপুরের হোম অব ক্রিকেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে আগুন নেভাতে সক্ষম হয়। বিসিবি সূত্রে জানা যায় বিসিবি কার্যালয়ের তিন তলায় টুর্নামেন্ট কমিটির কক্ষের পাশে স্টোর রুমে আগুন লাগে।

বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি বলেন, ‘বিকালের দিকে ভবনের তিন তলায় টুর্নামেন্ট কমিটির কক্ষের পাশে স্টোর রুমে শর্টসার্কিটের মাধম্যে আগুন লাগে।

সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিভিয়ে ফেলে। তেমন কোনো ক্ষতি হয়নি। ’

৪টা ৩৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণ করা হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘন্টা, মে ৩০, ২০১৯
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।