ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জিম্বাবুয়েকে ১৯৮ রানের টার্গেট দিল আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
জিম্বাবুয়েকে ১৯৮ রানের টার্গেট দিল আফগানিস্তান জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট করছে আফগানিস্তান: ছবি-শোয়েব মিথুন

টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়েকে ১৯৮ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান। 

নাজিবুল্লাহ জাদরানের ৩০ বলে ঝড়ো ৬৯ রানের সুবাদে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রান করেছে আফগানরা। জাদরানের ইনিংসটি সাজানো ছিল ৬ ছক্কা ও ৫ চারে।

এছাড়া ৪৩ রান করেছেন ওপেনার রহমতউল্লাহ গুরবাজ। ৩৮ রান এসেছে মোহাম্মদ নবীর ব্যাট থেকে।

জিম্বাবুয়ের হয়ে দু’টি করে উইকেট নিয়েছেন টেন্ডাই চাতারা ও শন উইলিয়ামস।

শনিবার (১৪ সেপ্টেম্বর) মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় মাঠে মুখোমুখি হয়েছে দু’দল। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। চলতি সিরিজের প্রথম ম্যাচে আফিফ ও মোসাদ্দেক ঝড়ে জিম্বাবুয়েকে ৩ উইকেটে হারিয়েছে সাকিবের দল দ্বিতীয় ম্যাচটি তাই জিম্বাবুয়ের জন্য ‘মাস্ট উইন’ ম্যাচ।  

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।