ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মালিঙ্গাদের শাস্তি চান জাভেদ মিঁয়াদাদ 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
মালিঙ্গাদের শাস্তি চান জাভেদ মিঁয়াদাদ  ম্যাথিউস ও মালিঙ্গা: ছবি-সংগৃহীত

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়ক লাসিথ মালিঙ্গাসহ আরো ৯ ক্রিকেটারের শাস্তি চেয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার জাভেদ মিঁয়াদাদ। 

শ্রীলঙ্কা ক্রিকেটকে (এসএলসি) মিঁয়াদাদ অনুরোধ করেছেন, পাকিস্তান সফর থেকে নাম প্রত্যাহারকারী ক্রিকেটারদের বিরুদ্ধে শাস্তির পদক্ষেপ নেওয়ার জন্য।  

ঘরের মাটিতে আর্ন্তজাতিক ক্রিকেট ফেরাতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের আয়োজন করেছে পাকিস্তান।

কিন্তু নিরাপত্তার অজুহাতে সেই সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাচ্ছেন না লঙ্কানদের ১০ সিনিয়র ক্রিকেটার। তাদের মধ্যে আছেন মালিঙ্গা, সাবেক লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস, থিসার পেরেরা, দিমুথ করুনারত্নের মতো সিনিয়র ক্রিকেটাররা।  

লঙ্কানরা পাকিস্তান সফরে যাচ্ছে ঠিক। তবে সিনিয়র ক্রিকেটারদের ছাড়া। তাতে বড় ধরণের ধাক্কা খেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মালিঙ্গা-ম্যাথিউসদের পাকিস্তান সফরে না যাওয়ার বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মিঁয়াদাদ।

পাকিস্তানের দৈনিক সংবাদ মাধ্যম ডন’কে ৬২ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার বলেন, ‘খেলোয়াড়দের আর্ন্তজাতিক ম্যাচকে শীর্ষ প্রাধান্য দিতে হবে এবং পাকিস্তান সিরিজ থেকে যারা নাম প্রত্যাহার করেছে, শ্রীলঙ্কা ক্রিকেটের উচিৎ তাদের শাস্তি দেওয়া। ’ 

মিঁয়াদাদ উপদেশ দিয়েছেন পাকিস্তান ক্রিকেট দলকেও। সফর পার্টির দিকে নজর না দিয়ে দলকে তাদের সেরাটা দেওয়ার দিকে দৃষ্টি নিবদ্ধ করতে বলেছেন তিনি। মিঁয়াদাদ বলেন, ‘শ্রীলঙ্কার কোন খেলোয়াড় পাকিস্তান সফরে আসছে তা না নিয়ে ভাবার কোনো দরকার নেই। সফরকারীদের বিপক্ষে পাকিস্তান খেলোয়াড়দের অবশ্যই তাদের সেরা পারফরম্যান্স দিতে হবে। ’  

পাকিস্তান সফরে শ্রীলঙ্কা ৩টি ওয়ানডে এবং ৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবে। ২৭ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পযর্ন্ত চলবে দু’দলের লড়াই।  

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৯
ইউবি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।