ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ম্যাচ পণ্ড করে দিতে পারে বেরসিক বৃষ্টি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
ম্যাচ পণ্ড করে দিতে পারে বেরসিক বৃষ্টি ছবি: শোয়েব মিথুন

ফের শুরু হয়েছে বৃষ্টি। এদিকে সময়ও গড়িয়ে যাচ্ছে। ফলে ফাইনাল ম্যাচ মাঠে গড়ানোর সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। এখন পর্যন্ত বৃষ্টির বাগড়ায় নির্ধারিত সময়ে টস করা সম্ভব হয়নি। যদি সহসা বৃষ্টি থেমেও যায়, তবু মাঠ খেলার উপযোগী হতে সময় লাগবে। সময় গড়িয়ে যাওয়ায় ওভারও কমতে শুরু করেছে। এসব কারণে ফাইনালের উত্তেজনা ক্রমেই মিলিয়ে যাওয়ার পথে। খেলোয়াড়, দর্শক সবার চোখেই হতাশার ছায়া।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ ও আফগানিস্তানের। কিন্তু দুপুর থেকেই গুঁড়িগুঁড়ি বৃষ্টির পর কিছুক্ষণের জন্য থামলেও টসের ঠিক আগে বৃষ্টি হানা দেয়।

ছবি: শোয়েব মিথুনএমন অবস্থায় খেলা শুরু হওয়া নিয়ে প্রশ্ন উঠবে। সেক্ষেত্রে যদি খেলা না হয় তবে দুই দলকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। কারণ ফাইনালের জন্য কোন রিজার্ভ-ডে রাখা হয়নি।

আর বৃষ্টি থেমে গেলে খেলা হবে। তবে সেক্ষেত্রে খেলা শুরু হওয়ার সর্বশেষ সময় রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত। এর আগে মাঠ খেলার উপযোগী হলে তবে খেলা শুরু হবে। নয়তো খেলা শুরুর কোনো সম্ভবনা নেই।

ছবি: শোয়েব মিথুনটি-টোয়েন্টি ক্রিকেটের কোনো আসরে এই নিয়ে তৃতীয় ফাইনাল খেলতে নামছে বাংলাদেশ। এর আগে ২০১৬ সালে এশিয়া কাপ আর ২০১৮ সালে নিদাহাস ট্রফিতে ভারতের কাছে হার নিয়ে ফিরতে হয়েছিল। এবার সাকিবকদের সামনে আফগান বাধা।

ছবি: শোয়েব মিথুনআফগানদের বিপক্ষে এখন পর্যন্ত ৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে মাত্র দুটিতে জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই ফাইনালে বাংলাদেশের চেয়ে তাই আফগানরাই এগিয়ে থাকছে। কিন্তু আফগানদের মূল চিন্তা তাদের অধিনায়ক রশিদ খানের ইনজুরি। হ্যামস্ট্রিংয়ের ইনজুরি নিয়ে তার মাঠে নামার সম্ভাবনা কম।

ছবি: শোয়েব মিথুনবাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।