ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সিপিএলে সাকিবের দলের বড় জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
সিপিএলে সাকিবের দলের বড় জয় ব্যাট করছেন ডুমিনি: ছবি-সংগৃহীত

ত্রিদেশীয় সিরিজ শেষেই ক্যারিবিয়ান সুপার লিগ (সিপিএল) খেলতে ওয়েস্ট ইন্ডিজ উড়াল দিয়েছেন সাকিব আল হাসান। কিন্তু টানা খেলা এবং ভ্রমণক্লান্তিজনিত কারণে মাঠে নামা হয়নি বিশ্বসেরা অলরাউন্ডারের। অবশ্য সাকিবকে ছাড়াই সিপিএলে বড় জয় পেয়েছে তার দল বার্বাডোজ ট্রাইডেন্টস।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে ব্রিজটাউনের কেনিংসটন ওভালে বার্বাডোজের বিপক্ষে খেলতে যায় ত্রিনবাগো নাইট রাইডার্স। কিন্তু স্বাগতিকদের বিপক্ষে পাত্তাই পায়নি কাইরন পোলার্ডের দল।

সাকিবের বার্বাডোজ জয় পায় ৬৩ রানে।  

টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে চার-ছক্কার ঝড় তোলা বার্বাডোজ প্রথম উইকেট হারায় দলীয় ১১০ রানে। দুই ওপেনার জনসন চার্লস (৫৮) ও জোনাথন কার্টারের (৫১) ভয়ঙ্কর জুটি ভাঙেন সুনীল নারাইন।  

অবশ্য তাতে আরও শাপে বর হয়ে দাঁড়ায় বার্বাডোজের জন্য। ব্যাটিংয়ে নেমেই ঝড় তুলেন জেপি ডুমিনি। প্রোটিয়া অলরাউন্ডারের ২০ বলে ৬৫ রানের ইনিংসটি সাজানো ছিল ৭ ছক্কা ও ৪ চারে। প্রথমবারের মতো সিপিএল খেলতে এসে ১৫ বলে ফিফটি করে ডুমিনি জন্ম দিয়েছেন নতুন রেকর্ডের। সিপিএলে এরচেয়ে কম বল খেলে আর কেউ ফিফটি করেননি।

শেষদিকে উইকেট হারালেও নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯২ রান করে বার্বাডোজ।  

১৯৩ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে ওপেনিংয়ে ঝড়ো ব্যাটিং উপহার দেন সুনীল নারাইন। ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার ৯ বলে ১৯ রান করে বিদায় নেন জেসন হোল্ডারের বলে বোল্ড হয়ে। তার ইনিংসটি সাজানো ছিল ২ চার ও ১ ছক্কায়। এর পরপরই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ত্রিনবাগো।  

লেন্ডন সিমন্স (১১), কলিন মুনরো (২৩), দীনেশ রামদিন (১১), ড্যারেন ব্রাভো (২৮) ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি। অধিনায়ক পোলার্ডের ব্যাট থেকে এসেছে মাত্র ৩ রান। নিউজিল্যান্ড তারকা জিমি নিশাম সাজঘরে ফিরেন কোনো রান না করেই। শেষ পযর্ন্ত বার্বাডোজের দুর্দান্ত বোলিংয়ের সামনে ১৭.৪ ওভারে সব উইকেট হারিয়ে ১২৯ রান করতে সক্ষম হয় ত্রিনবাগো।

বার্বাডোজের হয়ে ৪ ওভারে ১৯ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন হেইডেন ওয়ালশ। ডুমিনি নেন ২ উইকেট।  

অবশ্য হারলেও পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে ত্রিনবাগো। ৭ ম্যাচে পোলার্ডদের সংগ্রহ ৯ পয়েন্ট। ১৪ পযেন্ট নিয়ে শীর্ষে গায়ানা আমাজন ওয়ারিয়র্স। ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তিনে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চারে বার্বাডোজ।

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।