রোববার (২৯ সেপ্টেম্বর) লিনক্লোনে বাংলাদেশ সময় ভোরে মুখোমুখি হয় দু’দল। যেখানে প্রথমে ব্যাট করা নিউজিল্যান্ড ৪৮ ওভারে ১৭৬ রানে গুটিয়ে যায়।
১৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আকবর আলীর দুর্দান্ত ইনিংসই জয় সহজ করে দেয় বাংলাদেশের। ৬১ বলে ১১টি চারের সাহায্যে ৬৫ করে অপরাজিত থাকেন এই দলনেতা। ২৪ রানের হার না মানা ইনিংস খেলেন শাহাদাত হোসেন। এছাড়া দলের হয়ে সমান ২৮ রান করে আসে ওপেনার তানজিদ হাসান ও মাহিদুল হাসান জয়ের ব্যাট থেকে। শেষ পর্যন্ত ৩৮.৪ ওভারে ১৮০ করে জয় পায় বাংলাদেশ।
টসে জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের দাপটে বিপদেই পড়ে স্বাগতিকরা। দলের হয়ে কেউই হাফসেঞ্চুরি করতে পারেননি। নিয়মিত আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত থাকা দলটির হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন বেন পোমার।
টাইগার যুবাদের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও মৃতুঞ্জয়ী চৌধুরী। শামীম হোসেন দুটি উইকেট দখল করেন। এছাড়া তানজিম হাসান সাকিব ও রাকিবুল হাসান একটি করে উইকেট পান।
আগামী ২ অক্টোবর সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯
এমএমএস