সুজন বলেন, ‘অপনারা জানেন যে, আসন্ন ন্যাশনাল ক্রিকেট লিগ নিয়ে টুর্নামেন্ট কমিটির একটা মিটিং হয়েছে। সেই মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী জাতীয় ক্রিকেট লিগটা আমরা ১০ অক্টোবর থেকে শুরু করবো।
ক্রিকেটারদের ফিটনেস নিয়ে কয়েকদিন ধরে বেশ আলোচনা হচ্ছে। ফিটনেস নিয়ে প্রধান নির্বাহী বলেন, ‘ফিটনেস নিয়েও আমাদের কথা হয়েছে। যতটুকু সম্ভব একটা নির্দিষ্ট ফিটনেস লেভেল আগেই নির্ধারণ করে দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করবো সেই লেভেলটা মিট করার জন্য। সেজন্য নির্বাচকদের একটি নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে। '
তিনি আরও বলেন, ‘বিপে ১১ টার্গেটটাই দেওয়া হয়েছে। তারপরেও যদি সিলেকশন ক্রাইটেরিয়া অনুযায়ী কেউ বিবেচনায় আসলে সেটাও বিবেচনা করা হবে। ফিটনেস নিয়ে বিভিন্ন আলোচনা হচ্ছে এবং এটা প্লেয়ারদের পারফরম্যান্সে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এটার ওপর আমরা গুরুত্ব দিচ্ছি বেশি।
এবারের আসরে প্লেয়ারদের ম্যাচ ফি কিছুটা বড়ানো হয়েছে বলে জানান বিসিবি সিইও। বলেন, ‘ম্যাচ ফি কিছুটা বাড়ছে। যেটা বলা হচ্ছে, ব্যক্তিগত ভাবে অল্প হারে বাড়ানো হচ্ছে। ’
প্রতিবারে মতো এই মৌসুমেও খেলাগুলো দুইস্তরে হবে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, খুলনা শেখ আবু নাসের স্টেডিয়াম ও রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম এই চার ভেন্যুতে জাতীয় ক্রিকেট লিগের খেলা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
আরএআর/ইউবি