ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তান টি-টোয়েন্টি দলে উমর আকমল-শেহজাদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৯
পাকিস্তান টি-টোয়েন্টি দলে উমর আকমল-শেহজাদ পাকিস্তান টি-টোয়েন্টি দলে উমর আকমল-শেহজাদ-ছবি:সংগৃহীত

পাকিস্তান জাতীয় দলের জার্সিতে আবারও ফিরছেন আহমেদ শেহজাদ ও উমর আকমল। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ঘোষিত দলে তাদের নেওয়া হয়েছে। দু’জন যথাক্রমে ১৬ মাস ও তিন বছর পর সংক্ষিপ্ত এই ফরম্যাটে সুযোগ পেলেন।

প্রতিভাবান এই দুই ব্যাটসম্যান বরাবরই বিতর্কিত ছিলেন। মিকি আর্থার কোচথাকাকালীন এরা দলে এসেও বাদ পড়েছিলেন।

অবশেষে নতুন কোচ মিসবাহ উল হকের অধীনে ফের ডাক পেলেন। দলে এছাড়া নেওয়া হয়েছে এ বছর কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া অলরাউন্ডার ফাহিম আশরাফ। যেখানে মোহাম্মদ রিজওয়ান, আবিদ আলীকে বাদ দেওয়া হয়েছে।

টি-টোয়েন্টি দলে ওপেনার ইমাম-উল-হককে নেওয়া হয়নি। তবে পিসিবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করাচিতে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে চলাকালীন ইনজুরিতে পড়েন ইমাম।

৫ অক্টোবর লাহোরে সিরিজের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

পাকিস্তান টি-টোয়েন্টি দল: সরফরাজ আহমেদ (অধিনায়ক), বাবর আজম (সহ-অধিনায়ক), আহমেদ শেহজাদ, আসিফ আলী, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস সোহেল, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, উমর আকমল, উসমান শিনওয়ারী, ওহাব রিয়াজ।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।