বুধবার (০২ অক্টোবর) অবশেষে আবার মিরপুরে ফিরলেন ইমরুল কায়েস। তবে ছেলের চিন্তায় মানসিক ভাবে বেশ ধকল গেছে তার ওপর দিয়ে।
ইমরুল বলেন, ‘প্রথমবার সিঙ্গাপুর থেকে আসার পর ছেলেটা ভালো হয়ে গেলেও আবার সমস্যা শুরু হয়েছিল। আবার যেতে হলো। চিকিৎসকের কাছে। এবার চিকিৎসকেরা বলেন, আশা করি আর হবে না। সে অনুযায়ী ওষুধও দেন। শুরুতে ডেঙ্গু হয়েছিল। ডেঙ্গু থেকে আরও দুটো রোগ হয় যেই রোগটা সাধারণত আমাদের উপমহাদেশে হয় না। মালয়েশিয়ার দিকে বেশি হয়। এ কারণেই বাংলাদেশে চিকিৎসকেরা বুঝতে পারছিল না কী রোগ হয়েছে বাচ্চাটার’
তবে মানসিক ভাবে বিপর্যস্ত ছিলেন তিনি। বলেন, ‘মানসিকভাবে যদি ঠিক থাকা না যায় তবে শারীরিকভাবে ফিট থাকা সম্ভব হয় না। যার ওপর দিয়ে যায় সেই ভালো বোঝে। ’
সব ঝড় পেছনে ফেলে এবার মাঠে ফেরার পালা। এনসিএলে সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার কথাই জানান তিনি। ইমরুল বলেন, ‘টেস্ট সিরিজের আগে এমন সুযোগ পাওয়া প্রতিটি প্লেয়ারের জন্যই ভালো। যারা 'এ' দলের হয়ে খেলছে তাদের জন্যও বড় সুযোগ চারদিনের ম্যাচ খেলা। আমি ব্যক্তিগতভাবে খুবই চেষ্টা করব এনসিএলে নিজের বেস্টটা দেয়ার। ’
ফিটনেস টেস্টে পাশ করে গেছেন ইমরুল। ফিটনেস নিয়ে ইমরুল বলেন, ‘ফিটনেস টেস্ট কিন্তু ক্রিকেটারদের জন্য নতুন কিছু না। প্রতিটা ক্যাম্প শুরুর আগে আমরা ফিটনেস টেস্ট দিয়েই আসি। তবে যারা জাতীয় দলের বাইরে থাকে তাদের জন্য এটা বেশি চ্যালেঞ্জিং। এটা অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো। এতে করে প্রতিযোগিতা বাড়বে, যারা সিনিয়র প্লেয়ার আছে তাদের অনুপ্রেরণা বাড়বে। আমরাও চেষ্টা করব নিজেদের ফিটনেস লেভেলটা ধরে রাখার। ’
বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৯
আরএআর/এমএমএস