জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডে টায়ার-ওয়ানে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে সোমবার (১১ নভেম্বর) ৬ উইকেটে ৩২২ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে সিলেট বিভাগ।
ব্যাটিংয়ে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান রাহাতুল ফেরদৌস ও এনামুল হক জুনিয়র।
দ্বিতীয় ইনিংস শুরু করে দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্য দেখাতে থাকেন ঢাকা মেট্রোর ওপেনার আজমির। আরেক ওপেনার রাকিন আহমেদ (১৫) দলীয় ৩৫ রানে ফিরলেও প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান শামসুর রহমানের সঙ্গে ৯৩ রানের জুটি গড়ে ফিফটি তুলে নেন তিনি। রেজাউরের বলে সাজঘরে ফেরার আগে ১১৩ বলে ৮০ রান করেন আজমির। তার ইনিংসটি সাজানো ছিল ৮ ছক্কা ও ৪ চারে।
এরপর নিজের বলে নিজেই ক্যাচ ধরে শামসুরকে (৩৭) বড় ইনিংস খেলতে দেননি সিলেটের অধিনায়ক অলক কাপালি। তবে ঢাকা মেট্রোর অধিনায়ক মার্শাল আইয়ুবকে থামাতে পারেনি কেউ। মাঝখানে আল-আমিনকে (৪) জুনিয়র নিজের দ্বিতীয় শিকার বানালেও ধীর-স্থির ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন আইয়ুব।
আগামীকাল উইকেটরক্ষক জাবিদ হোসেনকে (১৯) সঙ্গে নিয়ে চারদিনের টেস্টের শেষদিন শুরু করবেন আইয়ুব (৭৩)।
ঢাকা মেট্রো বনাম সিলেট বিভাগের ম্যাচটি উত্তেজনা ছড়াতে শুরু করলেও টায়ার-ওয়ানের আরেক ম্যাচে তৃতীয় দিনেও টস হয়নি। বরিশাল বিভাগীয় স্টেডিয়ামে বরিশাল বিভাগ বনাম চট্টগ্রাম বিভাগের খেলোয়াড়দের কাটাতে হয়েছে অলস সময়।
বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
ইউবি