অশ্রাব্য কথা বলে আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল-১ ভঙ্গ করেছেন বেয়ারস্টো। রোববার (১০ নভেম্বর) অকল্যান্ডের ইডেন পার্কে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম টি-টোয়েন্টিতে এই আচরণবিধি ভঙ্গ করেন তিনি।
ঘটনাটি ঘটে ইংল্যান্ডের ইনিংসের সপ্তম ওভারে। ১৭ বলে ৪৭ রানে ব্যাট করার সময় জিমি নিশামের বলে উইকেটরক্ষকের গ্লাভসবন্দী হোন বেয়ারস্টো। এর পরই অশ্রাব্য এক শব্দ ব্যবহার করেন ইংলিশ ব্যাটসম্যান। যা ধরা পড়ে স্টাম্প মাইকে। যার কারণে ডিমেরিট পয়েন্ট পাওয়ার পাশাপাশি ম্যাচ ফি’র ৫০ শতাংশ কাটা যাচ্ছে বেয়ারস্টোর।
ঘটনাক্রমে, নির্ধারিত ওভারে ম্যাচটি টাই হওয়ার পর সুপার ওভারে জিতে ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নেয় ইংল্যান্ড।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
ইউবি