সেপ্টেম্বরে ইংল্যান্ডে অনুষ্ঠেয় ভাইটালিটি ব্লাস্ট টি-টোয়েন্টর পর আর মাঠে নামেননি এই মারকুটে ব্যাটসম্যান। তবে পরবর্তী বিগ ব্যাশ আসরে তিনি ব্রিসবেন হিটের হয়ে খেলার আশা করছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড এবার পিএসএলের সম্পূর্ণ আসর পাকিস্তানে আয়োজন করছে। আর ঠিক এমন কারণেই কি পিএসএলে খেলা হচ্ছে না, ডি ভিলিয়ার্সের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘কাজের চাপকে সুষ্ঠভাবে পরিচালনা করতেই এই সিদ্ধান্ত। ’
আগামী ৬ ডিসেম্বর পিএসএলের ড্রাফট অনুষ্ঠিত হবে। যেখানে এক ডিসেম্বর ছয়টি দল তাদের রিটেইন ক্রিকেটারের নাম জমা দেবে (সর্বোচ্চ ৮ জন)।
ডি ভিলিয়ার্স গত মৌসুমে কালান্দার্সের হয়ে সাতটি ম্যাচে চুক্তিবদ্ধ হয়েছিলেন। যেখানে পাঁচটি ম্যাচ ছিল সংযুক্ত আরব আমিরাত ও দুটি ছিল পাকিস্তানে। তবে কাঁধের ইনজুরির কথা বলে ডানহাতি এই ব্যাটসম্যান পাকিস্তানে যাননি।
বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
এমএমএস