ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিপিএলে সব দলের সঙ্গেই থাকবে দুদক কর্মকর্তা: পাপন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৬ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৯
বিপিএলে সব দলের সঙ্গেই থাকবে দুদক কর্মকর্তা: পাপন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর্দা উঠবে ৮ ডিসেম্বর (রোববার) । মাঠে গড়াবে ১১ ডিসেম্বর (বুধবার)। বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানের অনুপস্থিতি এবারের বিপিএল হচ্ছে।

জুয়াড়ির প্রস্তাব গোপন করায় এক বছর নিষিদ্ধ হন তিনি। তাই এবারের বিপিএলে প্রতিটি দলের সঙ্গে একজন করে দুর্নীতি দমন কমিশন (দুদকে) কর্মকর্তা নিয়োগ দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এ কথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

পাপন বলেন, অ্যান্টি করাপশন ইউনিটের (আকসু) আছে, তারা দেখবে (কী হচ্ছে, না হচ্ছে)। আমরা সব দলের সঙ্গেই একজন করে কর্মকর্তা দিয়ে দিচ্ছি। আমরা খুবই সিরিয়াস।

এই কর্মকর্তাদের কাজে ক্রিকেট বোর্ডের কেউ হস্তক্ষেপ করবে না বলে স্পষ্ট জানিয়ে দেন বোর্ড সভাপতি।

তিনি বলেন, সাধারণত আমাদের এখানটায় এসিইউ (আকসু) আছেন। তারা কথাবার্তা বলে নিয়োগ দিয়ে থাকেন। আমরা জানিও না কে আসবে। এখানে অগ্রাধিকার দেওয়া হয় আগে এ ধরনের অভিজ্ঞতা আছে, বা আর্মিতে আছেন এমন কেউ হতে পারে। এটাতে কে আছেন আমরা জানতেও চাই না। কারণ স্বাধীনভাবে কাজ করতে দেই এই জায়গাটায়।

বাংলাদেশ সময়: ২৩১৩ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৯
আরএআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।