ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বক্সিং ডে টেস্ট থেকেও ছিটকে গেলেন হ্যাজেলউড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
বক্সিং ডে টেস্ট থেকেও ছিটকে গেলেন হ্যাজেলউড ছবি:সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে পার্থে চলমান দিবা-রাত্রির টেস্টের মাঝেই চোট পান জস হ্যাজেলউড। এর ফলে ব্যাটিংয়ে দশ জনের দলে পরিণত হয় অস্ট্রেলিয়া। তবে এবার অজিদের জন্য দুঃসংবাদ আরও বাড়লো। কিউইদের বিপক্ষে বক্সিং ডে টেস্টেও একই ইনজুরির কারণে খেলা হচ্ছে না এই পেসারের।

পার্থে ম্যাচের দ্বিতীয় দিন ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন হ্যাজেলউড। পরে স্ক্যান করানো হলে তার হ্যামিস্ট্রিংয়ে লো গ্রেড টিয়ার ধরা পড়ে।

তাই নতুন বছরে সিডনিতে শুরু হওয়া টেস্টকে নিয়েই এই পেসার এখন ভাবতে পারেন।

এদিকে হ্যাজেলউডের পরিবর্তে স্কোয়াডে থাকা জেমস প্যাটিনসন অথবা মাইকেল নেসার খেলতে পারেন। তবে কোচ জাস্টিন ল্যাঙ্গার কারও ব্যাপারে নিশ্চিত করে কিছু বলেননি।

ক্রিকেট ইতিহাসে ক্রিসমাসের পরের দিন অর্থাৎ ২৬ ডিসেম্বরে আয়োজিত টেস্টকে বক্সিং ডে টেস্ট বলা হয়। মূলত অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড এই টেস্টগুলো আয়োজন করে। আগামী ২৬ ডিসেম্বর মেলবোর্নে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।