ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

গাঙ্গুলীর দলে নেই ধোনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
গাঙ্গুলীর দলে নেই ধোনি ছবি: সংগৃহীত

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি এবং কলকাতা নাইট রাইডার্স-জাতীয় দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে বলা হয়েছিল পরের বছরের আইপিএলের জন্য ফ্যান্টাসি দল তৈরি করতে।

গাঙ্গুলীর তৈরি আইপিএল দলে জায়গা হয়নি চেন্নাই সুপার কিংস ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির।

নিজের ফ্যান্টাসি আইপিএল দলে তিনবারের আইপিএল ট্রফি জয়ী ধোনিকে না রাখার ব্যাখ্যাও দিয়েছেন বিসিসিআই প্রধান গাঙ্গুলী।

উইকেটকিপার হিসেবে ধোনির পরিবর্তে দলে রেখেছেন ঋষভ পন্থকে।

গাঙ্গুলী যদিও কোনো বিতর্ক চাইছেন না। তার ব্যাখ্যায় তিনি জানান, ‘এটা পুরোটাই মজার জন্য, আপনাদের বিনোদনের জন্য। পন্থ তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান। এটা নিয়ে আমি কোনো শিরোনাম চাইছি না। ’

ভারত ও কলকাতার সাবেক অধিনায়কের দল: সৌরভ গাঙ্গুলী (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহালি, ডেভিড ওয়ার্নার, ঋষভ পন্থ, আন্দ্রে রাসেল, জশপ্রীত বুমরাহ, মার্কাস স্টইনিস, রিয়ান পরাগ, জোফরা আর্চার, রবীন্দ্র জাদেজা।

বাংলাদেশ সময়: ০৯৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।