ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের পাকিস্তানে টেস্ট প্রত্যাখ্যানে ক্ষুদ্ধ মিসবাহ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
বাংলাদেশের পাকিস্তানে টেস্ট প্রত্যাখ্যানে ক্ষুদ্ধ মিসবাহ বাংলাদেশের পাকিস্তানে টেস্ট প্রত্যাখ্যানে ক্ষুদ্ধ মিসবাহ

দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী বছরের জানুয়ারি মাসে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। কিন্তু নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানের মাটিতে পুরো সিরিজ খেলায় রাজি নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি শুধুমাত্র তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার ব্যাপারে ইতিবাচক। টেস্ট ম্যাচ দুটি নিরপেক্ষ ভেন্যুতে খেলার আগ্রহের কথা জানিয়ে বিসিবি এরইমধ্যে চিঠি পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে।

আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই সিরিজে বাংলাদেশের এমন অনীহার কারণে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তান কোচ মিসবাহ উল হক। মিসবাহ বলেন, ‘আমি তাদের প্রত্যাখ্যানের ব্যাপারটি বুঝছি না।

এমন কোনো যুক্তিই দেখি না, যেখানে তারা শুধু টি-টোয়েন্টি খেলবে, টেস্ট খেলবে না। এতে পাকিস্তানের প্রতি অন্যায্য করা হবে। ’

এর আগে গত শনিবার বিসিবি’র প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন সাংবাদিকদের জানিয়েছেন, বিসিবি ইতিমধ্যে পিসিবি'র কাছে নিজেদের অবস্থানের কথা জানিয়ে দিয়েছে। সুজন বলেন, ‘আমাদের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের যোগাযোগ হচ্ছে। অবশ্যই তারা চাইবে পুরো সিরিজটা খেলার জন্য। আমরা আমাদের অবস্থান পরিষ্কার করেছি এবং কেন চাচ্ছি না সে বিষয়গুলোও বলেছি। ওরা হয়তো তাদের দিক থেকে বিবেচনা করছে। আমরা আমাদের অবস্থান জানিয়ে দিয়েছি। '

মিসবাহ জানান, বাংলাদেশ আসছে জানুয়ারিতে সফর না করলে পাকিস্তানি ক্রিকেটারদের জন্য ব্যাপারটি খুবই হতাশার কারণ হবে।

দেশটির সাবেক এই অধিনায়ক আরও বলেন, ‘আমি মনেকরি পাকিস্তানে না আসার কারণ হিসেবে তারা অগ্রহণযোগ্য যুক্তি পেশ করেছে এবং এটা হলে পাকিস্তানের প্রতি অবিচার করা হবে। যখন অন্য দলগুলো কোনো সমস্যা ছাড়াই পাকিস্তানে আসা শুরু করেছে, সেখানে বাংলাদেশ অযথা যুক্তি দেখাচ্ছে। ’

মিসবাহ মনে করেন, নিজ দেশে টেস্ট না খেলে পাকিস্তান ইতোমধ্যে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে। আর বাংলাদেশ যদি না আসে তবে পাকিস্তানের পরবর্তী টেস্ট সিরিজ খেলতে হবে ইংল্যান্ডের বিপক্ষে ২০২০ সালের গ্রীষ্মে।

‘আমাদের ক্রিকেটাররা খেলার সুযোগই না পেলে কিভাবে আমরা তাদের পারফরম্যান্স বিচার করবো। টানা চার-পাঁচ মাস একটি নির্দিষ্ট ফরম্যাটে খেলা না থাকলে ক্রিকেটাররা কিভাবে পারফর্ম করবে। ’

এদিকে বাংলাদেশের নিরাপত্তা পর্যবেক্ষক দল পাকিস্তন সফর করে এসেছে এবং তাদের প্রতিবেদন ইতিমধ্যে হাতে পেয়েছে বিসিবি। সেই প্রতিবেদনের কথা মাথায় রেখেই বিসিবি তাদের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই বিষয়ে আইসিসি'র মতামত নেয়া হবে বলেও জানান বিসিবি'র প্রধান নির্বাহী সুজন।

বাংলাদেশ সময়: ১২০০ ঘন্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।