ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ সফরে আসছে আইসিসি’র প্রতিনিধি দল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪১ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২০
বাংলাদেশ সফরে আসছে আইসিসি’র প্রতিনিধি দল .

চলতি মাসে বাংলাদেশ সফরে আসছেন ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি’র একটি প্রতিনিধি দল। আইসিসি’র প্রধান নির্বাহী মানু সোহনির নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দলে থাকবেন সংস্থার বাণিজ্যিক প্রধান। জানুয়ারি মাসের শেষ দিকে তারা ঢাকায় আসবেন।

বুধবার (০১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান বির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি বলেন, ‘এই মাসের শেষ দিকে আইসিসির প্রধান নির্বাহী ঢাকায় আসবেন।

দুই সদস্যের এই দলে থাকবেন আইসিসি’র বাণিজ্যিক প্রধানও।

সফরের কারণ সম্পর্কে বিসিবি'র প্রধান নির্বাহী বলেন, ‘আইসিসি'র ইভেন্ট নিয়ে অন্যান্য সদস্য দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে তারা পর্যায়ক্রমে আলোচনা করছেন। মূলত ২০২৩ সালের পরে আইসিসির যে ইভেন্টগুলো হবে সেগুলো নিয়ে তারা আলোচনা করবেন আমাদের সঙ্গে। জানুয়ারি মাসের শেষের দিকে তাদের আসার কথা রয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২০
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।