ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

ডু প্লেসিস বাদ, প্রোটিয়াদের নতুন ওয়ানডে অধিনায়ক ডি কক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২০
ডু প্লেসিস বাদ, প্রোটিয়াদের নতুন ওয়ানডে অধিনায়ক ডি কক ডু প্লেসিস ও ডি কক

নিয়মিত অধিনায়ক ফাফ ডু প্লেসিসের পরিবর্তে ইংল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের জন্য উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুইন্টন ডি কককে অধিনায়কের দায়িত্ব দিয়েছে দক্ষিণ আফ্রিকা। দু’দলের প্রথম ওয়ানডে হবে ০৪ ফেব্রুয়ারি। 

ডু প্লেসিস এর আগে ইংলিশদের বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজের তিনটিতে নেতৃত্ব দিয়েছেন। তবে পোর্ট এলিজাবেথে তৃতীয় টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর সমালোচনার মুখে পড়েন তিনি।

এবার ডু প্লেসিস ওয়ানডের জন্য ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডেও নেই।

দক্ষিণ আফ্রিকা ৩৯টি ওয়ানডে খেলেছে ডু প্লেসিসে নেতৃত্বে। তার মধ্যে ২৮ ম্যাচে জয় পেয়েছে তারা। হেরেছে ১০ ম্যাচে।  

দক্ষিণ আফ্রিকা ওয়ানডে স্কোয়াড: কুইন্টন ডি কক (অধিনায়ক), রিজা হেনড্রিকস, টেম্বা বাভুমা, রাসি ফন ডার ডাসেন, ডেভিড মিলার, জন জন স্মাটস, আন্দিলে ফেলুকায়াও, লুথো সিপামলা, লুঙ্গি এনগিদি, তাবরাইজ শামসি, সিসান্দা মাগালা, বিয়র্ন ফোর্টুইন, বেউরান হেনড্রিকস, জেনেম্যান মালান, কাইল ভেরেইনে।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।