ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জয়ের জন্য বাংলাদেশে এসেছে জিম্বাবুয়ে 

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০
জয়ের জন্য বাংলাদেশে এসেছে জিম্বাবুয়ে  সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ক্রেইগ অরভিন: ছবি-শোয়েব মিথুন

বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে ঢাকায় এসেছে জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল। সিরিজের একমাত্র টেস্টকে সামনে রেখে রেfবাবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে মিরপুরের হোম অব ক্রিকেটের একাডেমি মাঠে প্রথমবারের মতো অনুশীলন করেছে তারা। 

অনুশীলনের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জিম্বাবুয়ের ক্রেইগ অরভিন। এই অফ-ব্রেক স্পিনার জানান বাংলাদেশের বিপক্ষে সিরিজটা মোটেও সহজে হবে না।

তবে সিরিজ জিততে চান তারা।

আরভিন বলেন, ‘আমরা এখানে জয়ের জন্য এসেছি। দীর্ঘ বিরতির পরে শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের দুর্দান্ত সিরিজ ছিল। যেটাতে আমাদের আত্মবিশ্বাস বেড়েছে। আমরা প্রায়ই এখানে সিরিজ খেলতে আসি। আমরা বাংলাদেশের পরিবেশের সঙ্গেও পরিচিত। দলে কয়েকজন নতুন ক্রিকেটার পেয়েছি। তাই যথাসম্ভব চেষ্টা করছি, যাতে তাদের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে কোনো সমস্যা না হয়। চেষ্টা করছি অনুশীলন ঠিক মতো করতে। ’

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।