ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, মার্চ ৯, ২০২০
টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ টস করছেন মাহমুদউল্লাহ: ছবি-শোয়েব মিথুন

একমাত্র টেস্ট ও তিন ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে দাপটের সঙ্গে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। দু’দল এবার মুখোমুখি হচ্ছে দুই টি-টোয়েন্টি সিরিজে। প্রথম ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে জিম্বাবুয়ে। 

ম্যাচটি শুরু হবে সোমবার (০৯ মার্চ) সন্ধ্যা ৬টায়, মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।  

৫০ ওভারের ক্রিকেটে দাপট দেখালেও টি-টোয়েন্টি ক্রিকেটে অবশ্য পরিসংখ্যান কথা বলছে না বাংলাদেশের পক্ষে।

ক্রিকেটের এ সংক্ষিপ্ত সংস্করণে টাইগাররা গত ৫ ম্যাচের মধ্যে হেরেছে চারটিতে। অন্যদিকে সমান ম্যাচে চার জয় পেয়েছে জিম্বাবুয়ে।  

তবে দু’দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে বাংলাদেশ। এর আগে টি-টোয়েন্টিতে দু’দল ১১ ম্যাচে মুখোমুখি হয়েছে। যার মধ্যে ৭ ম্যাচ জিতেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের জয় ৪ ম্যাচে।  

করোনা ভাইরাস আতঙ্কে এই ম্যাচ থাকছে প্রায় দর্শকশূন্য। এ ভাইরাস সংক্রমণের ভয়ে ম্যাচটিতে টিকেট ছাড়া হয়েছে মাত্র ৫ হাজার। দুপুরে হঠাৎ টিকেট বিক্রি বন্ধের সিদ্ধান্ত নেয় বিসিবি।  

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাশ (উইকেটরক্ষক), মেহেদী হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দীন, আফিফ হোসেন, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আমিনুল ইসলাম।  

জিম্বাবুয়ের একাদশ: সিকান্দার রাজা, শন উইলিয়ামস (অধিনায়ক), ক্রেইগ আরভিন, টিনাশে কামুনহুকামউই, ওয়েসলি মাধেভেরে, ক্রিস এমপোফু, রিচমন্ড মুতুমবামি (উইকেটরক্ষক), কার্ল মাম্বা, টিনোটেন্ডা মুতোমবোজি, ব্রেন্ডন টেইলর, ডোনাল্ড তিরিপানো।  

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, মার্চ ০৯, ২০২০
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।