সম্প্রতি পাকিস্তানের ওয়ানডে ক্রিকেটের জন্য বাবরকে অধিনায়ক করা হয়েছে। যদিও ২৫ বছর বয়সী এ ব্যাটসম্যানের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ২০১৫ সালে।
কোহলির অবশ্য তিন ফরম্যাট মিলিয়ে শতরানের সংখ্যা ৭০। তিন ফরম্যাটেই গড় ৫০-এর ওপরে। ৮৬ টেস্ট, ২৪৮ ওয়ানডে ও ৮২ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। যেখানে ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তার।
দুজনের তুলনা প্রসঙ্গে পাকিস্তানের সাবেক অধিনায়ক ইউনিস খান বলেন, ‘কোহালির বর্তমান বয়স ৩১। সে ক্যারিয়ারের সেরা ফর্মে রয়েছে। ইতোমধ্যে সব পরিবেশে সে নিজেকে প্রমাণ করেছে। তার ৭০টি আন্তর্জাতিক সেঞ্চুরি জানান দেয় সে কতটা দক্ষ ক্রিকেটার। আর মাত্র পাঁচ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে বাবরের। যদিও ১৬ সেঞ্চুরি করে ফেলেছে। টেস্ট ও এক দিনের ম্যাচ, দুটোতেই দারুণ গড় তার। কিন্তু এখনই দুজনের মধ্যে তুলনা করা উচিত হবে না। তাদের তুলনা তখনই হবে, যখন বাবার আরও পাঁচ বছর ক্রিকেট খেলবে। ’
বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, মে ১৮, ২০২০
এমএমএস