ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শুভ জন্মদিন আব্দুর রাজ্জাক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, জুন ১৫, ২০২০
শুভ জন্মদিন আব্দুর রাজ্জাক আব্দুর রাজ্জাক

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বাঁহাতি স্পিনারদের মধ্যে আব্দুর রাজ্জাক রাজ অন্যতম। দেশের ক্রিকেটের সেরা বোলারদের একজন তিনি। বাংলাদেশের অনেক ঐতিহাসিক জয়ে সাক্ষী হয়ে রয়েছেন রাজ্জাক। আজ তার জন্মদিন। 

২০০৬ সালে চট্টগ্রামে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু হয় রাজ্জাকের। একই বছর হংকংয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তার।

আর প্রথম টি-টোয়েন্টি খেলতে নামেন জিম্বাবুয়ের বিপক্ষে।

আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ১৫৩ ওয়ানডে খেলে ২০৭টি উইকেটে নিয়েছেন রাজ্জাক। তিনিই প্রথম বোলার হিসেবে বাংলাদেশের হয়ে ২০০টি ওয়ানডে উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান। ১৩ টেস্টে ২৮ উইকেটের পাশাপাশি ৩৪টি টি-টোয়েন্টিতে ৪৪ উইকেটে নিয়েছেন তিনি।  

তবে রাজ্জাকের ঘরোয়া ক্রিকেট ক্যারিয়ার আরও বেশি সমৃদ্ধ। ১৩৭টি প্রথম শ্রেণির ম্যাচে নিয়েছেন ৬৩৪টি উইকেট। সীমিত ওভারের লিস্ট ‘এ’ ক্যারিয়ারে ২৮০ ম্যাচে ৪১২টি উইকেটের মালিক রাজ্জাক।

রাজ্জাকের জন্মদিনে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি এবং ক্রিকেট পোর্টাল ইএসপিএন ক্রিকইনফো শুভেচ্ছা জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জুন ১৫, ২০২০
আরএআর/ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।