ঢাকা, শুক্রবার, ৬ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

ক্রিকেট

করোনায় আক্রান্ত সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০২, জুন ২০, ২০২০
করোনায় আক্রান্ত সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল  দুই ভাই তামিম ইকবাল ও নাফিস ইকবাল। ছবি: সংগৃহীত

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল। কোভিড-১৯ পজিটিভ হলেও তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। বাড়িতে স্বেচ্ছা-আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন ৩৪ বছর বয়সী সাবেক এই ডানহাতি ব্যাটসম্যান। 

শনিবার (২০ জুন) সকালে তার পরিবারের একজন সদস্য বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে ওই সদস্য জানান, কয়েকদিন আগে নমুনা পরীক্ষায় নাফিস ইকবালের করোনা পজেটিভ আসে।

‘তিনি বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। শারীরিকভাবে সুস্থ আছেন। সবার কাছে দোয়া চেয়েছেন। ’

নাফিস ইকবাল বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের বড় ভাই।  জাতীয় দল থেকে অবসরের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বাংলাদেশ প্রিমিয়ার লিগ-সহ (বিপিএল) ঘরোয়া টুর্নামেন্টের দলে ম্যানেজার হিসেবে কাজ করছেন তিনি।

২০০৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় নাফিস ইকবালের। তবে ক্যারিয়ার বেশিদূর এগোয়নি তার। মাত্র আড়াই বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে টাইগারদের হয়ে ১১টি টেস্ট ও ১৬টি ওয়ানডে খেলেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, জুন ২০, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।