বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে নিউজিল্যান্ডের আগামী আগস্টে দুই ম্যাচের টেস্ট খেলতে বাংলাদেশ সফরের কথা ছিল। তবে স্থগিত হওয়ায় পরবর্তীতে উপযুক্ত কোনো সময়ে সিরিজটি মাঠে গড়ানো যায় সে ব্যাপারে দুই বোর্ড কাজ করবে।
এ প্রসঙ্গে বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘কোভিড-১৯ এর কারণে আগস্টে পূর্ণ একটি সিরিজ আয়োজন খুবই চ্যালেঞ্জিং বিষয়। তাই খেলোয়াড়, স্টাফ, সমর্থক ও অনান্য স্টেকহোল্ডারদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে আমরা কোনো রকম ঝুঁকি নিচ্ছি না। ’
তিনি আরও বলেন, ‘এই পরিস্থিতিতে বিসিবি ও এসজেডসি এই সিরিজটি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। আমরা বুঝতে পারছি, দুই দলের ক্রিকেটার, কর্মকর্তা ও সমর্থকদের জন্য এটি হবে ভীষণ হতাশার, তবে সিদ্ধান্তের পেছনের কারণ অনুধাবন ও সমর্থন করার জন্য এনজেডসিকে ধন্যবাদ জানাতেই হবে। ’
এর আগে করোনা ভাইরাস পরিস্থিতির কারণে পিছিয়ে গেছে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর। তারও আগে বাংলাদেশ দল যেতে পারেনি পাকিস্তান ও যুক্তরাজ্য সফরে। এছাড়া আগামী মাসে বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের কথা থাকলেও সেটি পেছানোর আলোচনা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জুন ২৩, ২০২০
এমএমএস/আরএআর