আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য সফরকারী বাংলাদেশ দল, কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফদের দুইবার করোনা পরীক্ষার গাইডলাইন দিয়েছিল লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)।
সেই গাইডলাইন অনুযায়ী ২২ সেপ্টেম্বর প্রথম দফায় কোভিড-১৯ টেস্ট করানো হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিষয়টি গণমাধ্যমে জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
দেবাশীষ চৌধুরী জানান, নির্ধারিত সূচি অনুযায়ী ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় যাওয়ার কথা ছিল টাইগারদের। বিদেশ ভ্রমণের নিয়ম অনুসারে ভ্রমণের ৭২ ঘণ্টা আগে করোনা পরীক্ষা করাতে হয়। তবে সফর এখনও নিশ্চিত না হওয়ায় আর ২৭ সেপ্টেম্বর যাওয়া হচ্ছে না। সেজন্যই করোনা টেস্ট হচ্ছে না।
বিসিবি’র প্রধান চিকিৎসক বলেন, ‘কালকের (শুক্রবার) কোভিড -১৯ টেস্ট হচ্ছে না। ২৭ তারিখ যাওয়া না হলে তো ২৫ তারিখ টেস্ট করার কোনো মানে নেই। শ্রীলঙ্কা যাওয়ার নতুন কোনো তারিখ না পেলে দ্বিতীয় কোভিড-১৯ টেস্টের তারিখও বলতে পারব না। ’
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২০
আরএআর/এমএইচএম