ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

গাজী গ্রুপ চট্টগ্রামের অধিনায়ক মোহাম্মদ মিঠুন 

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
গাজী গ্রুপ চট্টগ্রামের অধিনায়ক মোহাম্মদ মিঠুন 

আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে গাজী গ্রুপ চট্টগ্রামের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ মিঠুন। মুমিনুল হক, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকাররা তার অধীনেই মাঠে নামবেন।

 

মিঠুনের অধিনায়কত্বের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গাজী গ্রুপ চট্টগ্রামের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। দায়িত্ব পেয়ে মিঠুন জানিয়েছেন নিজের দায়িত্বটুকু ভালো ভাবে পালন করতে চান তিনি।  

মিঠুন বলেন, ‘নেতৃত্ব নিয়ে আমার তেমন কোনো রোমাঞ্চ নেই। আমি ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী, গাজী ট্যাংক, প্রথম শ্রেণিতে খুলনা বিভাগ ও সিলেট বিভাগকে নেতৃত্ব দিয়েছি। তবে আমার চেষ্টা থাকবে নিজের সেরাটি দিয়ে যেন দায়িত্ব পালন করতে পারি। ’

আগামী ২৪ নভেম্বর মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে থেকে শুরু হবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ।  

গাজী গ্রুপ চট্টগ্রাম দল: মোস্তাফিজু রহমান, লিটন দাস, মো. মিঠুন (অধিনায়ক), সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, শরিফুল ইসলাম, জিয়াউর রহমান, তাইজুল ইসলাম, শামসুর রহমান, নাহিদুল ইসলাম, মো. সৈকত আলী, মুমিনুল হক, রাকিবুল হাসান, সঞ্জিত সাহা, মাহমুদুল হাসান জয় ও মেহেদি হাসান।

বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
আরএআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।