ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

এগিয়ে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি খুলনা-রাজশাহী

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
এগিয়ে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি খুলনা-রাজশাহী

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের উদ্বোধনী দিনে জয় পেয়েছে জেমকন খুলনা ও মিনিস্টার গ্রুপ রাজশাহী।  

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল।

তাই এগিয়ে যাওয়ার লড়াইয়ে মাঠে নামবে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা ও নাজমুল হোসেন শান্তর রাজশাহী।  
বুধবার (২৫ নভেম্বর) ম্যচের আগের দিন অনুশীলন করেননি দুই দলের কেউই। টিম হোটেলেই বিশ্রাম নিয়েছেন সবাই।  

প্রথম ম্যাচে খুলনা ও রাজশাহী দুই দলই শেষ ওভারে নাটকীয় জয় পেয়েছে। তবে জয়ের অভিজ্ঞতা ছিল ভিন্ন। রাজশাহী জয় পেয়েছে শেষ ওভারে ৯ রান ডিফেন্ড করে অন্যদিকে খুলনা জিতেছে শেষ ওভারে ২২ রান তুলে নিয়ে।

দলের বড় তারকা মোহাম্মদ সাইফউদ্দিনকে ছাড়াই জয় পাওয়ায় বেশ আত্মবিশ্বাসী রাজশাহী। প্রথম ম্যাচে পাওয়া এই আত্মবিশ্বাস দ্বিতীয় ম্যাচেও ধরে রাখতে চায় পদ্মাপাড়ের দলটি। মেহেদি হাসান, নুরুল হাসান সোহানদের পারফম্যান্সে সেই আশা করতেই পারে তারা।

অন্যদিকে খুলনাও বেশ আত্মবিশ্বাসী। বরিশালের বিপক্ষে হারতে বসা ম্যাচটা আরিফুল হকের বীরত্বে জিতেছে মাহমুদউল্লাহর দল। রাজশাহীর বিপক্ষেও চাইবে সেই ধারা ধরে রাখতে। দলে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিব প্রত্যাবর্তনের ম্যাচে ব্যাট হাতে আহামরি কিছু করতে না পারলেও বল হাতে বেশ ভালোই পারফর্ম করেছেন। সবমিলিয়ে আত্মবিশ্বাসে ভরপুর দুই দলের লড়াইটা বেশ জমজমাট হতেই পারে।

মিরপুরে বৃহস্পতিবার দুপুর দেড়টায় মুখোমুখি হবে জেমকন খুলনা ও মিস্টার গ্রুপ রাজশাহী।

অন্যদিকে দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে গাজী গ্রুপ চট্টগ্রাম ও বেক্সিমকো ঢাকা। নিজেদের প্রথম ম্যাচে নামবে চট্টগ্রাম। তাই জয় দিয়েই শুরু করতে চাইবে মোহাম্মদ মিঠুনের দল। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে হেরেছে ঢাকা। তাই টুর্নামেন্টের প্রথম জয়ের খোঁজে মাঠে নামবে মুশফিকবাহিনী। সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে ম্যাচটি।      

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।