ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

নিউজিল্যান্ড সফরে যাওয়া পাকিস্তানের ৬ সদস্য করোনায় আক্রান্ত

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২০
নিউজিল্যান্ড সফরে যাওয়া পাকিস্তানের ৬ সদস্য করোনায় আক্রান্ত পাকিস্তান ক্রিকেট দল

নিউজিল্যান্ড সফরে যাওয়া পাকিস্তান ক্রিকেট স্কোয়াডের ৬ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তাদেরকে ক্রাইস্টচার্চে আইসোলেশনের রাখা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) খবরটি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।  

কিউই ক্রিকেট বোর্ড আরও জানিয়েছে, সেই ৬ সদস্যকে দল থেকে পৃথক করে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আইসোলেশনের সাময়িক সময় কেটে গেলে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন তারা।  

নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রী জানিয়েছেন, খেলোয়াড় এবং কর্মকর্তা মিলিয়ে ৫৩ জনের সফরকারী দলের সদস্যরা ২৪ নভেম্বর পৌঁছায় এবং তাদের মধ্যে পরীক্ষার পর করোনা পজিটিভ পাওয়া যায়।  

কিউই ক্রিকেট বোর্ড জানায়, করোনা আক্রান্ত ঐ সদস্যরা সবাই লাহোর ত্যাগের সময় চারবার করোনা নেগেটিভ হয়েছিলেন।  

১৮ ডিসেম্বর থেকে নিউজিল্যান্ডে তিনটি টি-টোয়েন্টি এবং দু’টি টেস্ট খেলবে পাকিস্তান।  

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২০
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।