ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

শিষ্যদের খেলা দেখতে স্টেডিয়ামে ডমিঙ্গো

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২০
শিষ্যদের খেলা দেখতে স্টেডিয়ামে ডমিঙ্গো শিষ্যদের খেলা দেখছেন ডমিঙ্গো (ডান থেকে দ্বিতীয়)/ছবি: শোয়েব মিথুন

গেল মাসে বিসিবি প্রেসিডেন্টস কাপের পর ছুটি কাটিয়ে বাংলাদেশে ফিরেছেন জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ক্রিকেটারদের পারফরম্যান্স দেখার জন্যই এসেছেন তিনি।

 

বুধবার (২৫ নভেম্বর) সকালে ঢাকায় আসেন বাংলাদেশের দলেই এই প্রোটিয়া হেড কোচ। এদিন ঢাকায় করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন ডমিঙ্গো। বৃহস্পতিবার (২৬ নভেম্বের) নেগেটিভ রিপোর্ট পেয়েই ছুটে গেছেন মাঠে। খুলনা-রাজশাহী ম্যাচটিও মিরপুর স্টেডিয়ামে বসে দেখেছেন ডমিঙ্গো।

আগামী জানুয়ারিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের। তাই দল প্রস্তুত করতেই অনেকটা আগেভাগেই এসেছেন ডমিঙ্গো।  

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২০
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।