ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ক্রিকেট

করোনায় আক্রান্ত নেপালের লেগ-স্পিনার সন্দীপ লামিচানে

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২০
করোনায় আক্রান্ত নেপালের লেগ-স্পিনার সন্দীপ লামিচানে সন্দীপ লামিচানে

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন নেপালের লেগ-স্পিনার সন্দীপ লামিচানে। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন ২০ বছর বয়সী তারকা নিজেই।

 

শনিবার (২৮ নভেম্বর) সন্দীপ নিজের অফিসিয়াল ফেসবুক পেজে লিখেন, ‘সবাই আমার অভিবাদন নিন। এটা আমার আন্তরিক দায়িত্ব সবাইকে জানানো যে, আমি কোভিড-১৯ পজিটিভ হয়েছি। বুধবার থেকে আমার শরীরের কিছু অংশে ব্যথা অনুভব হচ্ছিল। তবে আমার শরীর এখন ধীরে ধীরে উন্নতির দিকে। সবকিছু ভাল হয়ে যাবে, আমি আবার মাঠে ফিরব। আমাকে আপনাদের প্রার্থনায় রাখুন। ’

সন্দীপ সম্প্রতি বিগ ব্যাশ লিগের আসন্ন মৌসুমের জন্য হোবার্ট হারিক্যানের সঙ্গে চুক্তি করেছেন। এর আগে তিনি খেলেছেন মেলবোর্ন স্টার্সের হয়ে। এছাড়া তিনি আইপিএলে খেলেছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। ২০১৯ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সন্দীপ খেলেছিলেন সিলেট সিক্সার্সের জার্সিতে।  

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।